Oppo Pad 2: অত্যাধুনিক ফিচার্সের দৌলতে বিশ্বের সেরা ট্যাবের তকমা পেতে পারে ওপ্পো প্যাড ২

ওপ্পো (Oppo) সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী ২১ মার্চ দুপুর ২ টায় আনুষ্ঠানিকভাবে বহু প্রতীক্ষিত Find X6 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির পাশাপাশি পরবর্তী প্রজন্মের Oppo Pad 2 ট্যাবলেটটিও বিশ্ববাজারে লঞ্চ করা হবে। ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করতে কোম্পানি ট্যাবটির প্রচার শুরু করেছে। ওপ্পো এর অসাধারণ স্ক্রিনের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছে। জানা গেছে, আসন্ন Oppo Pad 2 মডেলটি ৭:৫ গোল্ডেন রেশিও অফার করবে এবং অভূতপূর্ব রঙের নির্ভুলতার সাথে হাই-ডেফিনিশন ভিজ্যুয়াল সরবরাহ করতে সক্ষম হবে। আসুন তাহলে এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Pad 2 উদ্ভাবনী ডিজাইন, ফ্ল্যাগশিপ স্ক্রিন এবং উন্নত ফিচারের সাথে আসতে চলেছে

একটি বইয়ের মতো অভিজ্ঞতা প্রদানের জন্য ওপ্পো প্যাড ২-কে ডিজাইন করা হয়েছে, যা উদ্ভাবনমূলক ৭:৫ অ্যাসপেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে অফার করবে। এই হাই-ডেফিনিশন ডিসপ্লেটিকে অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে যেভাবেই ধরা হোক না কেন, তা ব্যতিক্রমী কালার অ্যাকুরেসি এবং ব্যবহারের সরলতা নিশ্চিত করে। ওপ্পো রিয়ার ক্যামেরা সেটআপ সহ ট্যাবলেটের ব্ল্যাক এবং গোল্ড কালার ভ্যারিয়েন্ট সমন্বিত একটি অফিসিয়াল পোস্টার উন্মোচন করেছে।

এছাড়া, উৎপাদনশীলতা বৃদ্ধি করতে এবং ব্যবহারকারীদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করতে স্টাইলাস এবং কীবোর্ড-এর মতো নতুন অ্যাকসেসরিগুলির সাথেও ট্যাবলেটটি কম্প্যাটিবল। এই অ্যাড-অনগুলি মোবাইল ডিভাইসের বাজারে উদ্ভাবনের প্রতি ওপ্পো-এর প্রতিশ্রুতিকে তুলে ধরে। পূর্বে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, ওপ্পো প্যাড ২ মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ চিপ দ্বারা চালিত হবে এবং এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২,৮০০×২,০০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১১ ইঞ্চির এলসিডি স্ক্রিন অফার করবে।

এর পাশাপাশি, ডিসপ্লেতে সর্বোচ্চ ৫০০ নিট ব্রাইটনেস থাকবে এবং এটি ডলবি ভিশন ও এইচডিআর১০+ উভয়ই সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Oppo Pad 2-তে ৯,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে এবং এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতা প্রদান করবে। এই ট্যাবলেটের সাথে একটি নতুন স্মার্ট টাচ কীবোর্ড এবং একটি গোল্ড স্টাইলাস (মডেল OPN2201)-ও প্রদান করা হবে, যার সাহায্যে Oppo Pad 2 ইউজারদের বিভিন্ন প্রয়োজনের জন্য উপযোগী একটি বহুমুখী এবং শক্তিশালী ডিভাইসে পরিণত হবে।

উল্লেখ্য, Oppo Find X6 সিরিজ এবং Oppo Pad 2-এর সাথে কোম্পানি মোবাইল ইমেজিং প্রযুক্তিকে উন্নততর স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর Pad 2-এর উচ্চতর ফ্ল্যাগশিপ স্ক্রিন, মজবুত প্রসেসর এবং উন্নত ফিচার, একে প্রিমিয়াম ট্যাবলেট অভিজ্ঞতার সন্ধানকারী ব্যক্তিদের কাছে যথেষ্ট আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা যায়।