4K ভিডিও শুট করা যাবে, দুর্দান্ত ফিচারের এই Motorola ফোন এখন 16 হাজার টাকা সস্তা

Motorola Edge 30 Fusion স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা

নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেকেই দামের থেকেও ফিচারের প্রতি অধিক গুরুত্ব দিয়ে থাকেন। এক্ষেত্রে ই-কমার্স সাইট Flipkart -এ এমন একটি মিড-রেঞ্জের স্মার্টফোন ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে, যা কোয়ালকমের শক্তিশালী প্রসেসর ও টার্বো চার্জিং প্রযুক্তি সহ একাধিক উল্লেখযোগ্য ফিচার অফার করে। আমরা কথা বলছি, Motorola Edge 30 Fusion -এর প্রসঙ্গে। এটি এখন মোট ৪০% ডিসকাউন্ট এবং ক্যাশব্যাকের সাথে উপলব্ধ। আবার ইএমআই বিকল্পের অধীনে ফোনটি কিনলে মাসিক ১,৩০০ টাকারও কম খরচ করে বাড়ি নিয়ে আসা যাবে।

Motorola Edge 30 Fusion স্মার্টফোনের সাথে Flipkart দিচ্ছে লোভনীয় অফার

ভারতে মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা। কিন্তু অনলাইন শপিং পোর্টাল ফ্লিপকার্টে উক্ত বিকল্পটি এখন ফ্লাট ৩০% ডিসকাউন্টের সাথে তালিকাভুক্ত। যার পর ফোনটি মাত্র ৩৪,৯৯৯ টাকা খরচ করে কেনা সম্ভব। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে মোটোরোলা ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডসেট কিনলে ধার্য মূল্যের উপর অতিরিক্তভাবে আরো ১০% ছাড় পাওয়া যাবে। অতএব ডিসকাউন্ট ও অফার মিলিয়ে মোট ৪০% ডিসকাউন্টের লাভ ওঠাতে পারলে, আপনারা মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনটি কেবল ৩৩,৯৯৯ টাকায় বাড়ি নিয়ে আসতে পারবেন।

প্রসঙ্গত কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক ক্রেতারা এই ফোনের সাথে মাসিক ১,২৩১ টাকা ইএমআই বিকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। আবার Flipkart Axis ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫% ক্যাশব্যাকও মিলবে।

এই ফোন – কসমিক গ্রে এবং সোলার গোল্ড কালার বিকল্পে এসেছে।

Motorola Edge 30 Fusion স্মার্টফোনের স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ৩০ ফিউশন স্মার্টফোনে ৬.৫৫-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) pOLED কার্ভড এজ ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ২০:৯ এসপেক্ট রেশিও, ৪০৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১০-বিট কালার, DCI-P3 কালার গ্যামেট, ১,১০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ প্রযুক্তি সাপোর্ট করে৷ এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্লাস প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১২ প্রি-লোডেড থাকছে। আবার স্টোরেজ হিসাবে ৮ জিবি LPDDR5 র‍্যাম ও ১২৮ জিবি UFS 3.1 রম পাওয়া যাবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Motorola Edge 30 Fusion ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থিত। এগুলি হল – OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই রিয়ার সেন্সর-ত্রয়ী সর্বাধিক ৩০fps রেটে ৪কে (4K) আল্ট্রা-এইচডি ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি অপশন হিসাবে উক্ত হ্যান্ডসেটে – 5G, 4G LTE, ওয়াই-ফাই ৬ই ৮০২.১১ এএক্স, ব্লুটুথ ভি৫.২, জিপিএস, এনএফসি, ডুয়েল সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সামিল থাকছে। এতে ডলবি অ্যাটমস প্রযুক্তি সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম আছে। পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Edge 30 Fusion ফোনে ৪,৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৮ ওয়াট টার্বো-পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।