SITI Broadband: ৩০০ এমবিপিএস স্পিডের নতুন প্ল্যান আনল সিটি ব্রডব্যান্ড, ১০ মাস রিচার্জ করলে ২ মাস ফ্রি

টেলিভিশন ও ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহকারী হিসেবে SITI Networks আমাদের মধ্যে একটি পরিচিত নাম। পশ্চিমবঙ্গ ছাড়াও নয়া দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান সহ দেশের বিভিন্ন রাজ্যে সংস্থাটি তার পরিষেবার শিকড় ছড়িয়ে রেখেছে। সম্প্রতি তারা একটি দুর্দান্ত ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে হাজির হয়েছে যা ৩০০ এমবিপিএস (Mbps) গতিতে ইন্টারনেট অ্যাক্সেসের সুযোগ দেবে! তবে ‘SITI Broadband Turbo Plan’ নামের সঙ্গে জনসমক্ষে আসা উচ্চগতির এই প্ল্যানের জন্য গ্রাহকের খুব বেশি টাকা খরচের দরকার নেই। আপাতত মধ্যপ্রদেশের গোয়ালিয়র অঞ্চলের বাসিন্দারাই SITI Networks -এর আলোচ্য ব্রডব্যান্ড প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

SITI Broadband Turbo Plan – মূল্য এবং সুবিধা

সিটি ব্রডব্যান্ড টার্বো প্ল্যান রিচার্জ করলে ৩০০ এমবিপিএস (Mbps) উচ্চগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। প্ল্যানটি ১/৬/১০ মাসের মেয়াদ সহ রিচার্জ করা সম্ভব। ১ মাসের জন্য সিটি নেটওয়ার্কের এই প্ল্যান রিচার্জের জন্য ৯৯৯ টাকা+জিএসটি মূল্য খরচ করতে হবে।

আবার ৬ মাসের জন্য সিটি ব্রডব্যান্ড টার্বো প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা ১ মাসের অতিরিক্ত ভ্যালিডিটি পাবেন। অন্যদিকে ১০ মাসের জন্য প্ল্যানটি রিচার্জ করলে ২ মাসের বাড়তি মেয়াদ মিলবে যা বেশ লাভজনক। সেক্ষেত্রে গ্রাহকেরা পুরো এক বছর রিচার্জের চিন্তা থেকে মুক্তি পাবেন।

উল্লেখ্য, সিটি নেটওয়ার্কের আলোচ্য প্ল্যানটি নির্দিষ্ট ফেয়ার ইউসেজ পলিসি বা FUP সীমা সহ এসেছে। তবে এক্ষেত্রে ঠিক কতটা পরিমাণ ডেটা খরচ করা যাবে, কোম্পানীর ওয়েবসাইটে তার উল্লেখ নেই। ১ মাসের মতো ৬/১০ মাসের জন্য প্ল্যানটি রিচার্জ করলেও বাড়তি হিসেবে জিএসটি মূল্য মেটাতে হবে। আবার গ্রাহকদের কাছে কোনোরকম সিকিউরিটি ডিপোজিট নেওয়া হয়ে থাকলে তা ফেরত পাওয়ার জন্য তাকে অন্তত তিন মাস সংস্থার পরিষেবা ব্যবহার করতে হবে। যদিও অ্যাক্টিভেশন সংক্রান্ত চার্জ ফেরৎ দেওয়া হবে না।

সবশেষে জানিয়ে রাখি, পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে SITI Networks গ্রাহকদের অন্য যে কোনো তৃতীয় পক্ষের কাছ থেকে মডেম বা ওয়াইফাই (Wi-Fi) রাউটার কেনার স্বাধীনতা দিচ্ছে। সুতরাং উচ্চগতিতে ইন্টারনেট ব্যবহারের স্বাদ পেতে চাইলে সিটি নেটওয়ার্কের আলোচ্য প্ল্যান গ্রাহকের কাছে ভালো বিকল্প হতে পারে। আশা করা যায় শীঘ্রই অন্যান্য অঞ্চলেও প্ল্যানটি উপলব্ধ হবে।