TVS Apache RTR 310: সবথেকে স্টাইলিশ দেখতে অ্যাপাচি বাইকের উৎপাদন শুরু করল টিভিএস

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) তাদের নতুন লঞ্চ করা নেকেড বাইক Apache RTR 310-এর ডেলিভারি ও টেস্ট রাইড শীঘ্রই চালু করতে চলেছে বলে ঘোষণা করল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে টেস্ট রাইডের জন্য স্লট বুক করা যাচ্ছে। পাশাপাশি বাইকটির উৎপাদন কার্য শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে কোম্পানি। জানিয়ে রাখি এটি ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক Apache RR 310-এর নেকেড ভার্সন হিসাবে এসেছে। তবে ডিজাইন পুরো আলাদা। TVS Apache RTR 310-এর দাম ২.৪৩ লাখ থেকে শুরু করে ২.৬৪ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

TVS Apache RTR 310-এর টেস্ট রাইড ও শুরু হতে চলেছে

Apache RTR 310-এ এগিয়ে চলার শক্তি জোগাতে দেওয়া হয়েছে একটি ৩১২.১২ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৯,৭০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৫.১১ বিএইচপি শক্তি এবং ৬,৬৫০ আরপিএম গতিতে ২৮.৭ এনএম টর্ক উৎপন্ন হবে। বাইকটি স্পোর্ট, ট্র্যাক এবং সুপার মোটো মোডে চালানো যাবে। সিক্স স্পিড গিয়ারবক্স ও বাই-ডিরেকশনাল কুইক শিফ্টার সমেত এসেছে বাইকটি। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড যুক্ত বাইকটি ০-৬০ কিমি/ঘন্টা গতিবেগ ২.৮১ সেকেন্ড ও ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ ৭.১৯ সেকেন্ডে তুলতে সক্ষম।

Apache RR 310-এর তুলনায় Apache RTR 310 অধিক ফিচার সমৃদ্ধ মডেল। বাইকটির ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিনে ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, রেস টেলিমেট্রি, বিভিন্ন রাইডিং মোড ও ট্র্যাক মোড উপলব্ধ। অন্যান্য ফিচার হিসাবে এতে অফার করা হয়েছে ক্রুজ কন্ট্রোল, গ্লাইড থ্রু টেকনোলজি, ডায়নামিক টেল ল্যাম্প, হেড ল্যাম্প ইত্যাদি।

এছাড়াও, Apache RTR 310 রেস টিউনড লিনিয়ার স্টেবিলিটি কন্ট্রোল, লাইটওয়েট অ্যালুমিনিয়াম সাবফ্রেম সহ ট্রেলিস ফ্রেম এবং টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম থাকছে। এতে ডায়নামিক কিটের সাথে মিলবে অ্যাডজাস্টেবল সাসপেনশন এবং ব্রাশ কোটিং সহ ড্রাইভ চেন। যার জন্য অতিরিক্ত ১৮,০০০ টাকা খরচ করতে হবে। আবার ক্লাইমেট কন্ট্রোল সিট, কর্নারিং এবিএস, রিয়ার হুইল লিফ্ট কন্ট্রোল প্রযুক্তিও উপলব্ধ।