Poco C40 এবার বিশ্ব বাজারেও হাজির, সস্তা ফোনে 6000mAh ব্যাটারি

সম্প্রতি পোকো তাদের নতুন Poco C40 হ্যান্ডসেটটি ভিয়েতনামের বাজারে উন্মোচন করে। আর আজ ডিভাইসটি গ্লোবাল মার্কেটেও আত্মপ্রকাশ করলো। সবচেয়ে সস্তা পোকো স্মার্টফোন হিসেবে বাজারজাত করা Poco C40-এর প্রধান হাইলাইট হল এর বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি৷ এছাড়াও, এতে রয়েছে এলসিডি ডিসপ্লে, JLQ JR510 চিপসেট, ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৪ জিবি পর্যন্ত র‍্যাম। চলুন সদ্য গ্লোবাল মার্কেটে পা রাখা Poco C40-এর দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

পোকো সি৪০-এর মূল্য ও লভ্যতা (Poco C40 Price and Availability)

পোকো সি৪০ হ্যান্ডসেটটি পাওয়ার ব্ল্যাক, কোরাল গ্রিন এবং পোকো ইয়োলো- এই তিন কালার অপশনে বেছে নেওয়া যাবে। গ্লোবাল মার্কেটের জন্য এই ডিভাইসটির দাম এখনও প্রকাশ করেনি সংস্থা, তবে কেনার জন্য উপলব্ধ হওয়ার আগেই এর দামটি সামনে আসবে বলে আশা করা হচ্ছে।

পোকো সি৪০-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Poco C40 Specifications and Features)

পোকো সি৪০ একটি বড় ক্যামেরা আইল্যান্ড সহ কার্ভড ব্যাক প্যানেলের সাথে এসেছে, যার মধ্যে ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। এর সামনে ১,৫৬০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এর চারদিকে পুরু বেজেল এবং ওপরে ফ্রন্ট ক্যামেরার জন্য ডিউ-ড্রপ স্টাইল নচ দেখতে পাওয়া যায়। ডিভাইসটি জেএলকিউ জে আর৫১০ চিপসেট দ্বারা চালিত। এতে ৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬৪ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত সম্প্রসারণ করাও সম্ভব। পোকো সি৪০ অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Poco C40-এর রিয়ার প্যানেলে অবস্থিত ডুয়াল-ক্যামেরা সেটআপের মধ্যে এফ/১.৮ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর উপস্থিত রয়েছে। আবার ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco C40-এ ৬,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Poco C40-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ডুয়াল সিম কার্ড স্লট, ৪জি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, জিএনএসএস এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। এছাড়াও, এতে ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইন-বিল্ট এফএম রেডিও সাপোর্ট এবং একটি রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসটির বডি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি। এটির পরিমাপ ১৬৯.৫৯ x ৭৬.৫৬ x ৯.১৮ মিলিমিটার এবং ওজন ২০৪ গ্রাম।