দেশের অগণিত বাইকপ্রেমীদের জন্য দু’টি নতুন এক্সক্লুসিভ শোরুম খুলে ফেলল Suzuki

অনেক টু-হুইলার কিংবা ফোর-হুইলার নির্মাতা সাধারণ শোরুমের মাধ্যমে গাড়ি বিক্রির পাশাপাশি প্রিমিয়াম মডেলের জন্য আলাদা আউটলেট চালু রেখেছে। যেমন মারুতি সুজুকির প্রিমিয়াম আউটলেট নেক্সা। হোন্ডার বিগ উইং এবং ইয়ামাহার ব্লু স্কোয়ার শোরুম। ঠিক তেমনই সুজুকি তাদের এক্সক্সুসিভ মোটরসাইকেল বিক্রির জন্য প্রতিষ্ঠা করেছে বাইক জোন। খুব সম্প্রতি এমনই দুটি নতুন বাইক জোন শোরুম খুলেছে মুম্বাই ও আমেদাবাদে।

সুজুকি মোটর কর্পোরেশন এর ভারতীয় শাখা সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড দ্বারা চালু হওয়া দুইটি নতুন প্রিমিয়াম আউটলেট এর মধ্যে প্রথমটি হলো – আর্ক সুজুকি, যা মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত। আর দ্বিতীয়টি হল দীপ কামাল সুজুকি যার ঠিকানা আমেদাবাদের মাকারবা অঞ্চলের এস জি হাইওয়ে। এই নিয়ে গোটা দেশে সুজুকির বাইক জোন আউটলেটের সংখ্যা বেড়ে হলো আটটি।

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর কেনিচি উমেদা নতুন শোরুম উদ্বোধন প্রসঙ্গে বলেন, “যেহেতু আমরা ভারতের বাজারে নিজেদের ক্রমবর্ধমান উন্নতি ঘটিয়ে চলেছি তাই এদেশের গ্রাহকদের আমাদের উপর সর্বদা আস্থা ও বিশ্বাস প্রদর্শন করার জন্য ধন্যবাদ জানাই। ২০২২-২৩ অর্থবর্ষে আমাদের সংস্থা সবচেয়ে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়তে সক্ষম হয়েছে এবং এটি ভারতে আমাদের টু হুইলার এর চাহিদা বৃদ্ধির মাপকাঠি হিসাবেই বিবেচিত হয়”।

তার কথা অনুযায়ী, “সুজুকি মোটরসাইকেল গুলির প্রতি মানুষের ক্রমবর্ধমান আস্থা এবং বাইক জোন ডিলারশিপের জনপ্রিয়তা বাড়ার জন্যই মুম্বাই ও আমেদাবাদে দুটি নতুন এক্সক্লুসিভ শোরুম চালু করতে পেরে আমরা গর্বিত। উৎসাহী গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদান করা এবং এক ছাদের নিচে আমাদের সমস্ত মোটরসাইকেল গুলি দেখানোর সুযোগ পেয়েছি আমরা সুজুকি বাইক জোন এর মাধ্যমেই।”

প্রসঙ্গত, গত ২০২১ সালের ফেব্রুয়ারিতে দিল্লিতে প্রথম পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয় সুজুকির এক্সক্লুসিভ বাইক জোন শোরুম। বর্তমানে দিল্লি, বেঙ্গালুরু, কোচি, পুনে, সুরাট এবং থানেতে রয়েছে এমন শোরুম। এই এক্সক্লুসিভ আউটলেটের মাধ্যমে বিক্রি করা মডেলের মধ্যে রয়েছে- Hayabusa, Katana, V-Storm 650 XT ABS, V-Storm SX, Gixxer SF 250, Gixxer 250 এবং Gixxer SF।