Realme GT 2 Master Explorer Edition লঞ্চ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা, দেখা গেল TENAA -তে

রিয়েলমির আসন্ন Realme GT 2 Master Explorer Edition-কে নিয়ে বিগত কয়েক মাস ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। জানা গেছে এটি ব্র্যান্ডের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসেবে আসবে, যা শক্তিশালী Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দ্বারা চালিত হবে। সাম্প্রতিক কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, রিয়েলমি আগামী জুলাই মাসে চীনের মার্কেটে Realme GT 2 Master Explorer Edition মডেলটি লঞ্চ করতে পারে। তবে এখন প্রত্যাশিত লঞ্চের আগেই, আপকামিং রিয়েলমি ডিভাইসটিকে চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছে, যার মাধ্যমে এর ছবি এবং স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এসেছে। আসুন তাহলে এই নয়া স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Realme GT 2 Master Explorer Edition পেল TENAA- এর অনুমোদন

RMX3551 মডেল নম্বর সহ রিয়েলমি জিটি ২ মাস্টার এক্সপ্লোরার এডিশনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যার ওপরের মধ্যবর্তী স্থানে সেলফি ক্যামেরা জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট দেখতে পাওয়া যাবে। ডিসপ্লেটি সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.২ গিগাহার্টজ। জিটি ২ মাস্টার এক্সপ্লোরার এডিশনে ৬ জিবি/ ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি / ৫১২ জিবি স্টোরেজ মিলবে।

আবার ফটোগ্রাফির জন্য, এই হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের আরেকটি তৃতীয় লেন্স উপস্থিত থাকবে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে। ফোনটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক রিয়েলমি ইউআই ৩.০ (Realme UI 3.0) কাস্টম স্কিনে রান করবে।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে, Realme GT 2 Master Explorer Edition-টি চীনের চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ দ্বারাও অনুমোদিত হয়। এই সাইটের তালিকা থেকে জানা যায় যে, এটি রিয়েলমির প্রথম ফোন হতে পারে, যাতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এখন অনুমান করা হচ্ছে যে, GT 2 Master Explorer Edition দুটি ব্যাটারি ভ্যারিয়েন্টে আসতে পারে, প্রথমটি হল ১৫০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি মডেল এবং অপরটি হল ১০০ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ভ্যারিয়েন্ট৷ TENAA-এর তালিকায় অবশ্য ফোনটির ব্যাটারি ভ্যারিয়েন্টের কোনও উল্লেখ নেই। কিন্তু বলা হয়েছে যে, এতে ২,৪৪০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ডুয়েল-সেল ব্যাটারি ব্যবহার করা হবে। Realme GT 2 Master Explorer Edition-এর পরিমাপ হবে ১৬১.৩ x ৭৪.৩ x ৮.২ মিলিমিটার এবং এর ওজন হবে প্রায় ১৯৯ গ্রাম। হ্যান্ডসেটটি হোয়াইট ব্রাউন এবং গ্রীনের মত কালার অপশনে পাওয়া যাবে।