স্যামসাংয়ের পর হুয়াওয়ের সাথে ব্যবসা করার অনুমতি পেল Sony ও OmniVision

বিশ্ব বাজারে দুটি মহাশক্তিধর দেশ চিন এবং আমেরিকার মধ্যে চলা ঠান্ডা লড়াইয়ের কথা আমাদের অজানা নয়। চিনের সঙ্গে আমেরিকার সাম্প্রতিক মনোমালিন্যের জন্য দুটি দেশই পরস্পরের সাথে ব্যবসায়িক লেনদেন বন্ধ করতে চেয়েছিল। এই কারণে চিনা স্মার্টফোন কোম্পানি Huawei-কে আমেরিকা থেকে ব্যান করে দিয়েছিল ট্রাম্প সরকার। এমনকি যে যে কোম্পানি হুয়াওয়ের সাথে ব্যবসা করবে তারাও আমেরিকায় ব্যবসা করতে পারবেনা বলে তারা জানিয়েছিল। তবে কিছু দিন আগেই Samsung-কে হুয়াওয়ের ডিসপ্লে সরবরাহ করার অনুমতি দেয় আমেরিকা সরকার। স্যামসং-এর দেখাদেখি আরো অনেক কোম্পানি অনুমতির আবেদন করেছিল। যারমধ্যে Sony Corp এবং OmniVision Technologies Inc হুয়াওয়েকে কিছু ইমেজ সেন্সর সরবরাহ করার অনুমতি পেল।

মার্কিন সরকার মূলত সুরক্ষাজনিত কারণে হুয়াওয়েকে ব্যান করেছিল। তাদের সন্দেহ ছিল চিনের এই কোম্পানি তাদের স্মার্টফোনের মাধ্যমে মার্কিন নাগরিকদের উপর নজরদারি করছে, তাদের মূল্যবান তথ্য তুলে দিচ্ছে চিন সরকারের হাতে। এরফলে বিপদে পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন কোম্পানিটি। কারণ হুয়াওয়ে তাদের স্মার্টফোনের কিছু প্রযুক্তির জন্য আমেরিকার অনেক কোম্পানির ওপর নির্ভরশীল। স্মার্টফোনের চিপ, ইমেজ সেন্সর এসব মার্কিন প্রযুক্তিতেই তৈরি হয়। সরকার মার্কিন কোম্পানিগুলিকেও সেগুলি সরবরাহ করতে নিষেধ করেছিল। ১৫ সেপ্টেম্বর থেকে এই সরবরাহ বন্ধ ছিল।

তবে এখন বেশ কিছু ডিসপ্লে ও ইমেজ সেন্সর সাপ্লায়াররা মার্কিন সরকারের ছাড়পত্র পাচ্ছেন। তার কারণ সম্ভবত এগুলি থেকে সাইবার সুরক্ষা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কম। Sony-এর ক্ষেত্রে এই লাইসেন্স অবশ্য তাদের সীমিত সংখ্যক প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ। এদিকে Sony বা OmniVision এর তরফ থেকে এ বিষয়ে এখনও কোন মন্তব্য পাওয়া যায়নি।

স্মার্টফোনের পাশাপাশি চিনা কোম্পানিদের ল্যাপটপের যন্ত্রাংশ সরবরাহের লাইসেন্সও দিচ্ছে আমেরিকা সরকার। Intel হুয়াওয়েকে তাদের ল্যাপটপ তৈরির জন্য কোম্পানির চিপসেট সরবরাহ করার জন্য লাইসেন্স পেয়েছে। কিন্তু চিনা কোম্পানিকে জিনিস সরবরাহের অনুমতি দিলেও এখনও চিনের নির্মিত প্রোডাক্ট কেনার ব্যাপারে আমেরিকার মনোভাব জানা যায়নি।