অপেক্ষার অবসান! Poco C61 খুব সস্তায় লঞ্চ হচ্ছে এই তারিখে, মুগ্ধ করবে ডিজাইন

পোকো (Poco) অবশেষে তাদের পরবর্তী C-সিরিজের স্মার্টফোনটির আগমন নিশ্চিত করেছে। যার নাম হল Poco C61। আগামী সপ্তাহে এটি Poco C51-এর উত্তরসূরি হিসেবে ভারতের বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই, ফ্লিপকার্ট (Flipkart) ফোনটির একটি মাইক্রোসাইটও প্রকাশ করা হয়েছে। আসুন তাহলে ভারতে Poco C61 লঞ্চের তারিখ এবং এখনও পর্যন্ত এর সম্পর্কে কি কি তথ্য জানা গেছে, দেখে নেওয়া যাক।

ভারত ঘোষিত হল Poco C61-এর লঞ্চের তারিখ

পোকো সি61 ভারতের বাজারে আগামী 26 মার্চ, দুপুর 12 টায় লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। ফ্লিপকার্ট মাইক্রোসাইট ডিভাইসটির কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। ডিজাইন অনুসারে, স্মার্টফোনটিতে বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা এবং একটি সেকেন্ডারি লেন্স অবস্থান করবে। অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে বললে, এতে 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে থাকবে, যা পূর্বসূরি সি51-এর 60 হার্টজ স্ক্রিনের তুলনায় আপগ্রেড হতে চলেছে।

মাইক্রোসাইট অনুসারে, পোকো সি61 ফোনটিতে 5,000 এমএএইচ ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। এটি 6 জিবি র‍্যাম এবং 6 জিবি অতিরিক্ত ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি অফার করবে। স্মার্টফোনটির বাকি বৈশিষ্ট্যগুলি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তবে, সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে Poco C61 MediaTek Helio G36 প্রসেসর দ্বারা চালিত হবে৷ ফটোগ্রাফির জন্য, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি সেন্সর থাকবে। আর ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থান করবে।

স্মার্টফোনটি 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ সংস্করণে আসবে বলে শোনা যাচ্ছে। এগুলির দাম হবে যথাক্রমে 7,499 টাকা এবং 8,499 টাকা। Poco C61 ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালার অপশনে অফার করা হবে বলে জানা গেছে।