Redmi ফোনের ইউজাররা তাড়াতাড়ি সেভ করুন ডেটা, আগামী ১৩ মার্চ বন্ধ হয়ে যাবে সংস্থার এই অ্যাপ

Xiaomi এবং TikTok-এর ব্যবসায়িক ক্ষেত্র আলাদা হলেও, প্রায় বছর চারেক আগে এই দুই চীনা কোম্পানির মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতার জায়গা তৈরি হয়। আসলে শর্ট ভিডিও তৈরির জন্য জনপ্রিয় TikTok অ্যাপের সাথে পাল্লা দিতে পরিচিত স্মার্টফোন কোম্পানি Xiaomi, ‘Zili’ নামের একটি অ্যাপ লঞ্চ করে যা পরবর্তী সময়ে Xiaomi বা Redmi ফোনগুলিতে প্রি-ইনস্টল অবস্থায় থাকত। কিন্তু ভারতে TikTok ব্যান হওয়ার পর এর অবর্তমানে অন্যান্য শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয়তা পেলেও, Zili লঞ্চের পর থেকে এতদিনেও সেই সাফল্য অর্জন করে উঠতে পারেনি। সেক্ষেত্রে এই পরিস্থিতির জেরে এবার Zili অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে Xiaomi। সম্প্রতি কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আনুষ্ঠানিকভাবে থেকে অ্যাপটি বন্ধ করার কথা জানানো হয়েছে। ঘোষণা অনুযায়ী, আর সপ্তাহ দুয়েকের মধ্যেই এটি পাততাড়ি গোটাবে।

১৩ই মার্চ বন্ধ হবে এই অ্যাপ, ইউজাররা ডেটা সেভ করে নিন এখনই

টেকক্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই জিলির ওয়েবসাইট বন্ধ হয়েছে। এছাড়াও শাওমির তরফে ঘোষণা করা হয়েছে যে অ্যাপটি আগামী ১৩ই মার্চ থেকে পুরোপুরি কাজ বন্ধ করবে। সংস্থার মতে, অপারেশনাল অ্যাডজাস্টমেন্টের কারণে অ্যাপটি বন্ধ করা হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যদি রেডমি/এমআই/শাওমি ফোনের ইউজার হন এবং জিলি অ্যাপ ব্যবহার করেন, তাহলে আগামী ১৩ই মার্চের আগে নিজেদের ডেটা সেভ করুন। নচেৎ এতে থাকা সমস্ত ডেটা চিরতরে হারিয়ে (পড়ুন রিমুভ হয়ে) যাবে। কোম্পানি এই ডেটা ডাউনলোড এবং অফলাইনে সেভ করার সুবিধা দিচ্ছে। এছাড়াও, জিলি ব্যবহারকারীরা অ্যাপটি বন্ধ হওয়ার আগে জেড-পয়েন্ট পুরস্কার অর্জন করতে সক্ষম হবেন।

প্রসঙ্গত উল্লেখ্য, শাওমি, ২০১৮ সালে জিলি অ্যাপটি চালু করেছে। এরপর ২০২০ সালে টিকটক ভারতে নিষিদ্ধ করা হওয়ার পর, শাওমি, টিকটক ব্যবহারকারীদের জিলির দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা সফল রূপ পায়নি।

এর আগে ভারতে নিষিদ্ধ হয়েছে Xiaomi-র এইসব অ্যাপ

বহু সময় আগেই এমআই ব্রাউজার (Mi Browser) এবং এমআই ভিডিও কল (Mi Video Call)-এর মত শাওমি অ্যাপগুলি ভারতে নিষিদ্ধ করেছে সরকার। আবার এদেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড হলেও, সংস্থাটির ওপরে অনেক ট্যাক্স কেস করা হয়েছে। এই পরিস্থিতিতে জিলি অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত বেশ চর্চার বিষয় হতে পারে।