Jio, Airtel সবাই পিছিয়ে, ৫৯৯ টাকায় আনলিমিটেড ডেটা দিচ্ছে BSNL

পবিত্র ইদুজ্জোহা উপলক্ষ্যে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL) গ্রাহকদের জন্য নিয়ে এল একটি ফাটাফাটি অফার! এই অফারের দৌলতে বিএসএনএল (BSNL) ব্যবহারকারীরা রাত্রিব্যাপী দ্রুতগতির ডেটা ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাও অতিরিক্ত কোনো খরচ ছাড়াই! এজন্য বাজারে উপলব্ধ ওয়ার্ক ফ্রম হোমের সহায়ক ৫৯৯ টাকার রিচার্জ বিকল্প ক্রয় করলেই গ্রাহকেরা বাড়তি হিসেবে অফুরন্ত রাত্রীকালীন ডেটা ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন।

BSNL ৫৯৯ টাকায় দিচ্ছে আনলিমিটেড ডেটা

আজ্ঞে হ্যাঁ, বিশ্বাস করতেই হবে, কারণ বিএসএনএলের (BSNL) অফার বা আমাদের প্রতিবেদন কোনটাই ভাওতা নয়। দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা সত্যি সত্যিই তার গ্রাহকদের অফুরন্ত ডেটা ব্যবহারের সুবিধা এনে দিতে উৎসাহী। ৫৯৯ টাকার যে স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) বাজারে উপলব্ধ, সেটি রিচার্জ করলেই বিএসএনএল ব্যবহারকারীরা সারা রাত অফুরন্ত ডেটা ব্যবহারের ছাড়পত্র পেয়ে যাবেন। এক্ষেত্রে রাত্রি ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত তারা নিঃসংকোচে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা উপভোগের সুযোগ পাবেন।

উপরে BSNL এর ৫৯৯ টাকার যে বিশেষ রিচার্জ বিকল্প এর কথা বলা হয়েছে, রাত্রিব্যাপী অবাধ ইন্টারনেট ব্যবহার ছাড়াও তার একাধিক সুবিধা রয়েছে। যেমন এর সাথে গ্রাহকেরা দৈনিক ৫ জিবি দ্রুত গতির ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ ঘরে বসে অফিসের কাজ করার জন্য এই রিচার্জ বিকল্পটি সবথেকে উপযোগী, কারণ এটি গ্রাহককে ডেটার অভাব বোধ করতে দেবেনা। এছাড়া বিকল্পটি রিচার্জ করলে গ্রাহকেরা প্রতিদিন ১০০ টি এসএমএস প্রেরণ, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, বিনামূল্যে BSNL Tunes সাবস্ক্রিপশন ও Zing মিউজিক অ্যাপের অ্যাক্সেস পেয়ে যাবেন। পুরো অফারটি ৮৪ দিনের দীর্ঘ মেয়াদ সহ এসেছে। সব থেকে বড় কথা এই মুহূর্তে যারা এসটিভি-৫৯৯ প্ল্যানটি রিচার্জ করে ফেলেছেন, তারাও উপরোক্ত সুবিধাগুলির ফায়দা উসুল করতে পারবেন! বিএসএনএলের (BSNL) কেরালা সার্কেলে এই অফার সর্বপ্রথম কার্যকর হয়।

অন্যান্য রিচার্জ বিকল্পের মধ্যে বিএসএনএলের ৪৪৭ টাকা প্ল্যানটি বিশেষ উল্লেখের দাবী রাখে। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহক ১০০ জিবি পর্যন্ত দ্রুত গতির ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়া অফুরন্ত কলিং, দৈনিক ১০০ এসএমএস পাঠানো সহ BSNL Tunes ও Eros Now সাবস্ক্রিপশন মিলবে বিনামূল্যে। পুরো প্ল্যান ৬০ দিনের ভ্যালিডিটির সঙ্গে এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন