TVS Apache ফের শীর্ষে, তারপরে Yamaha, দেশে সর্বাধিক বিক্রিত 150cc বাইকের তালিকা রইল

ভারতের বাজারে ১৫০ সিসি মোটরসাইকেলের বাজারে প্রতি মাসে পালসার (Pulsar) ও অ্যাপাচি (Apache)-র মধ্যে যে রেষারেষি চলে, তা সকলেরই জানা। ফেব্রুয়ারিতে Bajaj Pulsar 150-এর মুকুটে সর্বাধিক বিক্রিত ১৫০ সিসি বাইকের তকমা যুক্ত হলেও, মার্চে এর বিক্রিবাটা হতোদ্যম করেছে বাজাজ (Bajaj)-কে। এক লাফে তিন নম্বরে নেমে এসেছে Pulsar 150। মার্চে ২৭,৪৩৯ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে TVS Apache RTR সিরিজ। তবে গত বছরের এই সময়ের তুলনায় বিক্রিবাটা ১৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা Yamaha FZ সিরিজের ২৩,০১৬টি বাইক বিক্রি হয়েছে মার্চে । আবার ২০২১-এর মার্চের চাইতে বিক্রিতে ৩৯ শতাংশ উত্থান ঘটেছে। তৃতীয় স্থানের দখলদার Bajaj Pulsar 150, যার বিক্রির পরিমাণ ১৮,০৪৪। ফলে গত বছরের এই সময়ের তুলনায় ৩৯ শতাংশ বেচাকেনায় পতন ঘটেছে।

চার নম্বরে Honda CB Unicorn 160। মার্চে এটি ১২,৮৮৯ জন নতুন ক্রেতার সন্ধান পেয়েছে। পঞ্চম স্থানে ইয়ামাহার ফ্ল্যাগশিপ স্পোর্টস বাইক Yamaha YZF R15 সিরিজ। মার্চে এটি বিক্রি হয়েছে ৫,৭৬৮টি। মার্চে ১,৫৮২টি বিক্রির মাধ্যমে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে ক্রুজার বাইক Bajaj Avenger 160।

সাত নম্বরে থাকা Hero Xtreme সিরিজ ১,৩২১ জনের গ্যারেজে ঠাঁই পেয়েছে। Honda Hornet 2.0 ও CB200X সম্মিলিতভাবে বিক্রি হয়েছে ৮০৯টি। ন’নম্বরে Aprilia SR 160 সিরিজ ৭৩১ ইউনিট বেচাকেনা হয়েছে। সর্বশেষ স্থানে ৬৩৩টি Gixxer 155 বিক্রি করতে পেরেছে Suzuki।