Honda Forza 350: হোন্ডার সবচেয়ে শক্তিশালী ও ফিচারসমৃদ্ধ স্কুটার আগস্টে লঞ্চ হবে, Activa-র কথা ভুলেই যাবেন

টু-হুইলারের মধ্যে স্কুটির নাম শুনলে এখনও অনেকেই নাক কোঁচকান। বিশেষত যারা পারফরম্যান্স কেন্দ্রিক বাইকের অনুরাগী। তবে জানেন কি এমনও স্কুটার রয়েছে, যাদের ক্ষমতা স্পোর্টস বাইকের থেকে কোনো অংশে কম নয়? হ্যাঁ, এখানে ম্যাক্সি স্কুটারের কথাই বলা হচ্ছে। বর্তমানে ট্রেন্ড হয়ে ওঠা ম্যাক্সি স্কুটারের হাতে গোনা কয়েকটি মডেল ভারতের বাজারে বিক্রি হয়। এদেশে উপলব্ধ সেরার সেরা ম্যাক্সি স্কুটারের মডেল হল BMW C 400 GT। তবে জার্মান সংস্থার এই স্কুটারের একাধিপত্য এবার অন্তিম লগ্নে উপনীত বলা যায়। কারণ ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Honda Forza 350। সব ঠিকঠাক চললে জাপানি সংস্থার এই ম্যাক্সি স্কুটারটি ৮ আগস্ট আত্মপ্রকাশ করবে।

যদিও হোন্ডার তরফে আসন্ন স্কুটারের নাম এখনও প্রকাশ করা হয়নি। তবে জল্পনায় শোনা যাচ্ছে যে, এটি Forza 350-ই হবে। যা তাদের প্রিমিয়াম বিগ উইং (Big Wing) শোরুম থেকে বিক্রি করা হবে। গত বছর এর আন্তর্জাতিক মডেলটি বড়সড় মেকওভার পেয়েছিল। যেমন নতুন প্রজন্মের মডেল এ যোগ হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। স্মার্টফোনে কানেক্ট করে স্কুটারে উপলব্ধ অত্যাধুনিক ফিচারের মধ্যে হোন্ডা স্মার্টফোন ভয়েস কন্ট্রোল সিস্টেম (HSVCS)-টি নিয়ন্ত্রণ করা যাবে। ফলে স্কুটার থেকে ফোন কল, মেসেজ, নেভিগেশন, এমনকি গানও শোনা যাবে।

এশিয়ার বিভিন্ন দেশে বিক্রিত Honda Forza 350 ম্যাক্সি স্কুটারে ৩২৯.৬ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ইঞ্জিন রয়েছে। যা থেকে ২৯.২ পিএস পাওয়ার এবং ৩১ এনএম টর্ক পাওয়া যায়। যদি এই একই স্পেসিফিকেশন সমেত মডেলটি ভারতে হাজির করা হয় তবে সেটি BMW C 400 GT-র সাথে জোরদার টক্কর নেবে। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে টেলিস্কোপিক ফর্ক, টুইন শক অ্যাবজর্ভার, দু’চাকায় ডিস্ক ব্রেক, সামনে ১৫ ইঞ্চি এবং পেছনে ১৪ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

আবার সামনে ও পেছনে যথাক্রমে ১২০ ও ১৪০-সেকশনের টিউবলেস টায়ারে ছোটে। ফিচারগুলির তালিকায় দীর্ঘ ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সাসপেনশন, একসাথে দুটি হেলমেট রাখার মতো বিশাল আন্ডারসিট স্টোরেজ, অল এলইডি লাইটিং, কীলেস ইগনিশন, এবং ইউএসবি চার্জার উল্লেখযোগ্য।

এছাড়া, স্ট্যান্ডার্ড ফিচাগুলির মধ্যে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এবং ডুয়েল চ্যানেল এবিএস। বিদেশ থেকে আমদানি করে ভারতে যন্ত্রাংশ জুড়ে তৈরি করার জন্য Honda Forza 350-এর দাম ৩.৭ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হতে পারে। তা সত্ত্বেও এটি ১০.৪০ লাখের BMW C 400 GT-র তুলনায় অনেকটাই কম।