YouTube-এ ভিডিও দেখতে পছন্দ করেন? আপনার জন্য রয়েছে এই খারাপ খবর

অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য ভিডিও ব্লক করার পদ্ধতি নিয়েও পরীক্ষা চালাচ্ছে ইউটিউব

স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় ইউটিউব (YouTube) ভিডিও দেখেন অনেকেই। বর্তমানে বড় পর্দায় ভিডিও দেখার সুযোগ থাকায় টেলিভিশনের ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। তবে এই সমস্ত ইউজারদের জন্য একটি খারাপ খবর রয়েছে। আসলে টিভির মাধ্যমে ইউটিউব ভিডিও দেখার সময় এখন নন-স্কিপ বিজ্ঞাপন দেখতে বাধ্য থাকতে হবে। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউটিউব ব্রডকাস্ট’ অনুষ্ঠানে এই কথা ঘোষণা করেছে সংস্থাটি।

YouTube এর বিজ্ঞাপনের সময়সীমা বাড়ছে

বর্তমানে ১৫ সেকেন্ড করে পরপর দুটি বিজ্ঞাপন দেখানো হয়। তবে বিজ্ঞাপন শুরুর ৫ সেকেন্ড পর সেটি বন্ধ করে দেওয়া যায়। কিন্তু গুগলের এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে টেলিভিশনে ও মোবাইলে ইউটিউব ভিডিও দেখার সময় ব্যবহারকারীদের ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের দীর্ঘ বিজ্ঞাপন দেখতে হবে।

YouTube-এর সাবস্ক্রিপশন খরচ

ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রকমের ভিডিও দেখা যায়। তবে সাধারণ ইউজারদের ভিডিওর সাথে বিজ্ঞাপনও দেখতে হয়। যদিও এর থেকে মুক্তি পেতে তারা ইউটিউব প্রিমিয়াম সাবসক্রিপশন নিতে পারেন। ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের খরচ মার্কিন যুক্তরাষ্ট্রে ১১.৯ ডলার (৯৮৫.৭৮ ভারতীয় টাকা) এবং ভারতে প্রতিমাসে ১২৯ টাকা।

YouTube Premium-এর সুবিধা-

ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিলে ব্যবহারকারীরা বেশ কিছু সুবিধা পাবেন। প্রথমত, তারা ভিডিও দেখতে পাবেন একদম বিজ্ঞাপন মুক্ত ভাবে। পাশাপাশি ইউটিউব মিউজিক অ্যাপেও বিজ্ঞাপন মুক্ত স্ট্রিমিং করতে পারবেন। এছাড়া তারা পিআইপি ফিচার পাবেন, যার সাহায্যে কোনো ভিডিও স্ক্রিনের এক পাশে সরিয়ে দিতে পারবেন।

প্রসঙ্গত, অ্যাড ব্লকার ব্যবহারকারীদের সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য ভিডিও ব্লক করার পদ্ধতি নিয়েও পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। এই নতুন পদ্ধতিতে অ্যাড ব্লকার ব্যবহারকারীরা ইউটিউবে প্রবেশ করতে পারলেও কোনো ভিডিও দেখার সুযোগ পাবেন না। ফলে বাধ্য হয়ে তাদের অ্যাড ব্লকার নিষ্ক্রিয় করতে হবে এবং ইউটিউব প্রিমিয়াম সুবিধা ব্যবহার করতে বাধ্য হবে।