SUV-র বাজারে ঝড় তুলতে আগামীকাল Hyundai Venue Facelift লঞ্চ হবে, পাঁচটি অজানা তথ্য জেনে নিন সবার আগে

অপেক্ষার অবসান ঘটিয়ে Hyundai Venue Facelift লঞ্চ হচ্ছে আগামীকাল। ইতিমধ্যেই এই কম্প্যাক্ট এসইভির বুকিং নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি। ২১,০০০ টাকার বিনিময়ে হুন্ডাইয়ের অনুমোদিত ডিলারশিপে গাড়িটি বুক করা যাচ্ছে‌‌। এছাড়াও অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই গাড়ি বুক করা যাবে। কাল আত্মপ্রকাশের দিনই ফেসলিফ্ট ভার্সনের দাম ঘোষণা করবে হুন্ডাই‌‌

ভারতে পা রাখার পর এটাই Hyundai Venue-এর প্রথম মিড-লাইফ আপডেট। নতুন মডেলের সম্মুখে ও পিছনের ডিজাইনে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। একইসাথে যুক্ত হবে একাধিক বেস্ট-ইন-ক্লাস নতুন ফিচার। তবে পারফরম্যান্স অপরিবর্তিত থাকবে। কারণ বিদায়ী মডেলের ইঞ্জিন সেটআপের সাথে আসবে নতুন Hyundai Venue Facelift। গাড়িটির প্রত্যাশিত দাম ও হাইলাইটগুলি নীচে আলোচনা করা হল‌‌।

Hyundai Venue Facelift ভ্যারিয়েন্ট, কালার অপশন

নতুন ভেনু E, S, S+/S(O), SX এবং SX(O) ট্রিমে উপলব্ধ হবে। এসইউভিটির পেট্রল ইঞ্জিন মডেলে ১১টি ভ্যারিয়েন্ট থাকলেও, ডিজ়েল ইঞ্জিন ভার্সনে কেবল ৫টি ভ্যারিয়েন্ট থাকছে। সাতটি রঙের মধ্যে বেছে নেওয়া যাবে এই গাড়ি – টাইটান গ্রে, টাইফুন সিলভার, পোলার হোয়াইট, ফায়ারি রেড, ডেনিম ব্লু, ফ্যান্টম ব্ল্যাক, এবং ফায়ারি রেড।

Hyundai Venue Facelift ডিজাইন

আগের মডেলের তুলনায় নতুন ভেনুর ডিজাইন ঢেলে সাজিয়েছে হুন্ডাই। নতুন মডেলটি সামনে থেকে দেখতে অনেকটাই আলাদা‌।নতুন ভেনু-তে যুক্ত হয়েছে নয়া গ্রিল‌  সেখানে ক্রোম ফিনিশ দেখা যাবে। গাড়ির পিছনেও নতুন ডিজাইন লক্ষ্য করা যাবে। বিশেষ ভাবে নজর কাড়বে নতুন ভেনুর টেল লাইট। নয়া ডিজাইনের টেলল্যাম্পের সাথে সামান্য আপডেট করা বাম্পার এবং টেলগেট ডিজাইন রয়েছে। টেলল্যাম্প ক্লাস্টারগুলি এখন একটি এলইডি লাইট বারের মাধ্যমে সংযুক্ত রয়েছে যেমনটি আমরা কিয়া সনেটে দেখেছি। এর বনেট ও দরজায় কোনো পরিবর্তন করা হয়নি।  নতুন অ্যালয় হুইল এবং হুইল ক্যাপ এটিকে রিফ্রেশিং লুক দেয়।

Hyundai Venue Facelift ইঞ্জিন

ভেনুর ইঞ্জিনে কোনও নতুন পরিবর্তন না হওয়ার সম্ভাবনা বেশি। এতে ১.২ লিটার পেট্রোল ছাড়াও ১.০ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন দেবে কোম্পানি। সঙ্গে টপ-এন্ড ট্রিমের জন্য ১.৫ লিটার ডিজেলও থাকবে।  ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন ৮২ বিএইচপি ক্ষমতা এবং ১১৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারবে। আর iMT এবং DCT গিয়ারবক্স-সহ ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন ১১৮ বিএইচপি এবং ১৭২ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

Hyundai Venue Facelift ফিচার

নতুন ২০২২ ভেনু ফেসলিফ্টে ডুয়াল-টোন (ব্ল্যাক এবং বেইজ) ইন্টেরিয়র থিম থাকবে। এটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, একটি নতুন স্টিয়ারিং হুইল এবং ক্রুজ কন্ট্রোল এর সাথে আবে। হুন্ডাই গাড়িটির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম আপডেট করতে পারে যা অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে। এতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সঙ্গে একটি বড় ১০.২৫ -ইঞ্চি টাচস্ক্রিন পেতে পারেন গ্রাহকেরা। ইলেকট্রিক সানরুফ এবং ইঞ্জিন স্টার্ট-স্টপ সুইচের মতো বৈশিষ্ট্যগুলিও থাকতে চলেছে ভেনুতে। এছাড়াও ব্লু লিংক ফাংশন ও অনান্য অত্যাধুনিক ফিচার  সহ লঞ্চ হতে চলেছে ভেনু।

Hyundai Venue Facelift দাম

নতুন ২০২২ হুন্ডাই ভেনু ফেসলিফট-এর দাম কমবেশি বর্তমান মডেলের মতোই হবে। বর্তমানে গাড়িটির মূল্য ৭.১১ লক্ষ থেকে  ১১.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ফেসলিফ্ট ভার্সনের দাম ৭.৫ লক্ষ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১২.২৫ লক্ষ হওয়ার সম্ভাবনা। নতুন ভেনু মারুতির ব্রেজা ছাড়াও কিয়া সনেট, টাটা নেক্সন ছাড়াও অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।