দাম হতে পারে ১০ হাজার টাকা, প্রকাশ্যে আসন্ন Micromax In 1 এর টিজার

আগামী ১৯ মার্চ দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে Micromax In 1। গতকাল এই ফোনটির স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। জানা গেছে মাইক্রোম্যাক্স ইন ১ ফোনে ৬.৬৭ ইঞ্চি পাঁচ হোল ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর থাকবে। আজ Micromax এর তরফে এই ফোনের ফ্রন্ট ডিজাইন টিজ করা হল। যেখান থেকে এর ডিসপ্লে ডিজাইন এবং ভলিউম কী এর অবস্থান সামনে এসেছে।

মাইক্রোম্যাক্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে Micromax In 1 এর টিজার পোস্ট করা হয়েছে। এই টিজারে দেখা গেছে আসন্ন ফোনের ডিসপ্লের উপরিভাগে মাঝবরাবর কাটআউট থাকবে। এরমধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হবে। আবার ফোনের ডান দিকে থাকবে ভলিউম কী। ছবিতে অস্পষ্ট থাকলেও, অনুমান করা শক্ত নয় যে ভলিউম কী এর নিচে পাওয়ার অন অফ বাটন থাকবে।

Micromax In 1 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

XDA Developers এর সিনিয়র রাইটার, তুষার মেহেতা গতকাল মাইক্রোম্যাক্স ইন ১ এর স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার দাবি অনুযায়ী, এই ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। সিকিউরিটির জন্য থাকবে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। আবার ফোনটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে সহ আসবে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে থাকবে তিনটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। যদিও এতে কোনো আলট্রা ওয়াইড লেন্স থাকবেনা বলে তুষার জানিয়েছেন। আবার এর পাঞ্চ হোলের মধ্যে দেওয়া হবে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Micromax In 1 ফোনটি ১০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন