Samsung Galaxy S22 সিরিজ কখন লঞ্চ হবে? ফাঁস হল ক্যামেরা, ব্যাটারি সহ অন্যান্য বিশেষত্ব

গত সপ্তাহে Samsung বিভিন্ন দেশের বাজারে তাদের পরবর্তী প্রজন্মের ফোল্ডেবল ফ্ল্যাগশিপ ফোন Galaxy Z Fold 3 5G ও Galaxy Z Flip 3 লঞ্চ করেছে। আপকামিং Galaxy S21 FE বাদ দিলে উল্লিখিত ফোন দু’টি এ বছর স্যামসাংয়ের শেষ দুই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বলে টেকমহল মনে করছে। ফলে এখন থেকেই Samsung Galaxy S22 সিরিজ নিয়ে শুরু হয়েছে চর্চা। আগামী বছরের জানুয়ারিতে লঞ্চ হতে চলা এই এই সিরিজে কেমন স্পেসিফিকেশন থাকবে, তা নিয়ে চলছে নানা জল্পনা। সেই ট্রেন্ডে গা ভাসিয়ে এবার বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স আসন্ন Samsung Galaxy S22, Galaxy S22 Plus, ও Galaxy S22 Ultra-র প্রধান ফিচারগুলি লিক করেছেন।

Samsung Galaxy S22 সিরিজের স্ক্রিন সাইজ

আইস ইউনিভার্সের মতে, স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে ৬.০৬ ইঞ্চি এলটিপিএস ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্যামসাং গ্যালাক্সি এস২২ প্রো ফোনে ৬.৫৫ ইঞ্চি এলটিপিএস ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে। আবার স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা আরও বড় ৬.৮১ ইঞ্চি কোয়াড এইচডি রেজোলিউশনের এলটিপিও ডিসপ্লে সহযোগে আসবে। তিনটি ফোনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

Samsung Galaxy S22 সিরিজের ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২ প্রো পাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল (এফ/১.৫৫) মেইন ক্যামেরা + ১২ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) ক্যামেরা + ১২ মেগাপিক্সেল (৩x অপটিক্যাল জুম) ক্যামেরা।

অন্যদিকে, এই সিরিজের হাই-এন্ড মডেল স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা-তে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেটআপ – ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১২ মেগাপিক্সেল (আল্ট্রাওয়াইড) লেন্স, ১২ মেগাপিক্সেল (৩x অপটিক্যাল জুম) ক্যামেরা, ও ১২ মেগাপিক্সেল (১০x অপটিক্যাল জুম) পেরিস্কোপ জুম লেন্স।

Samsung Galaxy S22 সিরিজের ব্যাটারি

আইএস ইউনিভার্স আরও জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি এস২২ প্রো-তে পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে যথাক্রমে ৩,৮০০ এমএএইচ ও ৪,৬০০ এমএএইচ ব্যাটারি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে আসতে পারে।

উল্লেখ্য, এর আগে জানা গিয়েছিল, গ্যালাক্সি এস২২ লাইনআপে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ভেপার চেম্বার কুলিং সিস্টেম।

এছাড়া আরেক টিপস্টার ট্রনের মতে, গ্যালাক্সি এস২২ সিরিজে স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর ব্যবহার করা হবে। আবার প্রতি বছরের মতো আগামী বছরেও ভারত সহ কয়েকটি দেশে গ্যালাক্সি এস২২ সিরিজে ওই প্রসেসরের বদলে স্যামসাংয়ের এক্সিনস ২২০০ চিপসেট দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন