Apple iPhone 14 Pro, iPhone 14 Pro Max এর ছবি ছড়িয়ে পড়লো অনলাইনে, হতাশ হতে পারেন আপনি

মার্কিন টেক জায়ান্ট Apple আগামী মাসেই বিশ্ববাজারে লঞ্চ করতে চলেছে তাদের পরবর্তী প্রজন্মের iPhone 14 সিরিজটি। এই লাইনআপটিকে নিয়ে যথারীতি বেশ কিছু মাস আগে থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে টেক দুনিয়ায়। এটি নিশ্চিত যে, ২০২২-এর আইফোন সিরিজে স্ট্যান্ডার্ড iPhone 14, নতুন iPhone 14 Max, iPhone 14 Pro এবং হাই-এন্ড iPhone 14 Pro Max-এই চারটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যেই একাধিক রিপোর্ট এবং লিক থেকে এই ডিভাইসগুলি সম্পর্কে বহু তথ্যই সামনে এসেছে। আর এখন লঞ্চের মাস খানেক আগে, Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর হ্যান্ডস অন ইম্প্রেশন অনলাইনে ফাঁস হয়েছে। চলুন এবিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল iPhone 14 Pro সিরিজের হ্যান্ডস অন ইম্প্রেশন

অ্যাপলের আসন্ন ডিভাইস সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করার জন্য সুপরিচিত টিপস্টার লিকসঅ্যাপলপ্রো (LeaksApplePro) সম্প্রতি টুইটারে জানিয়েছে যে, এই বিষয়টির সাথে সম্পর্কীত একটি সূত্রের সাহায্যে আসন্ন আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্সের একটি ওয়ার্কিং ইউনিট থেকে কিছু হ্যান্ডস অন ইম্প্রেশন লাভ করা গেছে। ওই ব্যক্তিটি দুটি উচ্চ পর্যায়ের মডেলের সাথে তার অভিজ্ঞতা সম্পর্কে ব্যক্তিগত মতামত শেয়ার করেছেন। সূত্রের মতে, ফ্রন্ট প্যানেলে নতুন পিল আকৃতির কাটআউট সেটআপটি কার্যত পূর্বের বড় নচটির মতো একই কাজ করে।

এছাড়াও ওই ব্যক্তি জানিয়েছেন যে, এটিতে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগতে পারে, তবে কিছু সময়ের পরে ডিজাইনটি লক্ষনীয় হবে না। এছাড়া উৎসটি যোগ করেছে যে, আইফোন প্রো মডেলগুলির ডিসপ্লেটি আগের প্রজন্মের আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ প্রো ম্যাক্সের তুলনায় কোনও বাস্তব মানের উন্নতি অফার করবে না, যদিও স্যামসাং ইলেকট্রনিক্সের লেটেস্ট এম১২ প্রজন্মের ওলেড (OLED) ডিসপ্লেযুক্ত নতুন হ্যান্ডসেটগুলি সম্পর্কে জল্পনা অব্যাহত রয়েছে। টুইটে টিপস্টার দাবি করেছে যে, আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলটি হাতে একটি ইট ধরার মতো অনুভূতি সৃষ্টি করছে।

সবশেষে, আসন্ন Apple iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max-এর ক্যামেরা সিস্টেম নিয়েও কথা বলেছেন ওই ব্যক্তি। অ্যাপল তাদের আইফোন সিরিজে গত কয়েক প্রজন্ম ধরে প্রাইমারি রিয়ার ক্যামেরা হিসেবে একটি ১২ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করে আসছে। তবে, নতুন মডেলগুলির প্রাইমারি ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। কিন্তু এই পরিপ্রেক্ষিতে আশঙ্কা করা হচ্ছিল যে, এই উচ্চতর রেজোলিউশনের জন্য অন্য ক্ষেত্রগুলিতে আপস করতে হতে পারে, কারণ উচ্চ রেজোলিউশনের অর্থ ছোট পিক্সেলও। আর হ্যান্ডস অন ইম্প্রেশনে এই আশঙ্কাটাই নিশ্চিত হয়েছে। উৎসের দাবি, ৪৮ মেগাপিক্সেলের সেন্সরটি দুর্দান্ত কাজ করেছে, তবে শুধুমাত্র যখন পর্যাপ্ত আলো থাকছে তখনই। মনে রাখবেন যে, এটি একটি অসমর্থিত রিপোর্ট, তাই তথ্যগুলি কতটা সত্যি, তা সময়ই বলতে পারবে।