Vivo X80 Pro ফোনের ক্যামেরা চমকে দেবে আপনাকে, আসছে Sony IMX886 সেন্সর সহ

ভিভো (Vivo) আগামী মাসে তাদের একাধিক নতুন প্রিমিয়াম ডিভাইস বাজারে আনার পরিকল্পনা করছে। এই স্মার্টফোন ব্র্যান্ডটি আগামী ১১ এপ্রিল চীনের বাজারে Vivo X Note ও Vivo X Fold ফ্ল্যাগশিপ স্মার্টফোন দুটির সাথে Vivo Pad ট্যাবলেটটিও লঞ্চ করার কথা নিশ্চিত করেছে। আবার আগামী মাসের শেষে ভিভো আপকামিং Vivo X80 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি উন্মোচন করবে বলেও জল্পনা চলছে। বলা হচ্ছে এই সিরিজের লঞ্চ ইভেন্টটি এপ্রিলের শেষ সপ্তাহে চীনে অনুষ্ঠিত হবে। এই লাইনআপের অধীনে Vivo X80 এবং X80 Pro – অন্তত এই দুটি নতুন স্মার্টফোনের ওপর থেকে পর্দা সরানো হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও সংস্থার তরফে এই সিরিজটি সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি, তবে এবার এক পরিচিত টিপস্টার Vivo X80 Pro-এর প্রধান ক্যামেরা সেন্সর সম্পর্কীত বেশ কিছু তথ্য প্রকাশ্যে এনেছেন।

সামনে এল Vivo X80 Pro-এর ক্যামেরা স্পেসিফিকেশন

ভিভো এক্স৮০ প্রো ব্র্যান্ডের লেটেস্ট প্রিমিয়াম অ্যান্ড্রয়েড স্মার্টফোন সিরিজের অংশ হিসেবে এক্স৮০ এর পাশাপাশি হাই-এন্ড স্পেসিফিকেশন সহ শীঘ্রই বাজারে পা রাখবে। তবে সঠিক লঞ্চের তারিখটি এখনও নিশ্চিত করেনি সংস্থা। যদিও লঞ্চের আগেই টিপস্টার বল্ড পান্ডা (Bald Panda) চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়াইবো (Weibo)- এর একটি পোস্টে দাবি করেছেন আসন্ন ভিভো এক্স৮০-এ সনি আইএমএক্স৮৮৬ (Sony IMX886) প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এই নতুন সনি সেন্সরটির আকার ১/১.৫৬ ইঞ্চি হবে এবং এতে আরজিবিডাব্লিউ (RGBW) অ্যারেঞ্জমেন্ট থাকবে। এই সেন্সরটি কত মেগাপিক্সেলের হবে সেসম্পর্কে আপাতত কিছু জানা যায়নি, তবে এটিকে নিরাপদে ৫০ মেগাপিক্সেলের সেন্সর বলে ধরে নেওয়া যায়। যদিও এই সেন্সরটিই সবচেয়ে বড নয়, কারণ ইতিমধ্যেই শাওমি ১/১.২৮-ইঞ্চির লেন্স সহ স্মার্টফোন লঞ্চ করেছে।

প্রসঙ্গত, সনি আইএমএক্স৮৮৬ সেন্সরটি ছাড়াও, আশা করা যায় আসন্ন ভিভো এক্স৮০ প্রো স্মার্টফোনে ভিভোর কাস্টম-ডেভেলপড V1 ইমেজ সিগন্যাল প্রসেসর (ISP) থাকবে, যা ছবিতে আরও ভালো রং এবং ডিটেলস তৈরি করতে সাহায্য করবে।

জানিয়ে রাখি, টিপস্টার Vivo X80 Pro-এর অন্যান্য ক্যামেরা সেন্সর সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। তবে এই ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন এর আগেই সামনে এসেছে। জানা গেছে, প্রো মডেলটি ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড এইচডি+ রেজোলিউশন অফার করবে। ডিভাইসটি লেটেস্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে এবং এতে সর্বাধিক ১২ র‍্যাম পাওয়া যাবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo X80 Pro-এ ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ একটি ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

অন্যদিকে, Vivo X80 বেস মডেলে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে, কিন্তু এতে ফুল এইচডি+ রেজোলিউশন সাপোর্ট করবে। আবার এই আসন্ন হ্যান্ডসেটে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ সামান্য ছোট আকারের ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এগুলি ছাড়া এই ফোনের বাকি স্পেসিফিকেশনগুলি এখনও অবধি অজানাই রয়েছে।