MS Dhoni: একবছর পর মাঠে নেমেই‌ তুলকালাম ধোনির, ভেঙে দিলেন দুটি বড় রেকর্ড

গতকাল আইপিএলে প্রাক্তন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে মাত্র ১৬ বলে ৪ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে অপরাজিত ৩৭ রান আসে।

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) গতকাল আইপিএলে (IPL 2024) দীর্ঘদিন পর মাঠে নেমে আবারও স্বমহিমায় ফিরে এসেছেন। ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) হারলেও ধোনির ব্যাটিংয়ে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ হয়েছেন। এছাড়াও ম্যাচে ৪২ বছর বয়সী প্রাক্তন ভারতীয় অধিনায়ক আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান। এই ব্যাটিং ইনিংসের সঙ্গে গতকাল ধোনি ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ে আবারও আলোচনায় উঠে এলেন।

এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংস তাদের তৃতীয় গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে দিল্লি প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। এরপরেই তারা ডেভিড ওয়ার্নার এবং ঋষভ পান্থের দুরন্ত অর্ধশতরানে ভর করে দিল্লি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে নেয়। তবে দ্বিতীয় ইনিংসে চেন্নাই ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র আজিঙ্কা রাহানে ৪৫ রান করলেও আর কেউ সেইভাবে ভরসা দিতে পারেননি।

ফলে এই বছর আইপিএলের প্রথম ২ ম্যাচে ব্যাটিং করার সুযোগ না এলেও ধোনি গতকাল ৮ নম্বরে ব্যাট করতে নেমে পুরোনো ছন্দে ফিরে যান। ম্যাচের এক সময় চেন্নাইয়ের হার প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু সেই সময় দাঁড়িয়েও ধোনির এক একটি চার-ছয় সমর্থকরা রীতিমতো উপভোগ করছিলেন। উল্লেখ্য গতকাল ভারতীয় প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়কের ব্যাট থেকে মাত্র ১৬ বলে ৪ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে অপরাজিত ৩৭ রান আসে।

এর সঙ্গেই ধোনি গতকাল ২ টি অনন্য রেকর্ড স্পর্শ করেন। তিনি এই মুহূর্তে আইপিএলে একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান যিনি ৫০০০ রান সংগ্রহ করেছেন। এছাড়াও এশিয়ার একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে ধোনি টি-টোয়েন্টি ক্রিকেটে গতকাল ৭০০০ রান স্পর্শ করেন। উল্লেখ্য প্রাক্তন চেন্নাই সুপার কিংস অধিনায়ক এখনও পর্যন্ত ২৫২ টি আইপিএল ম্যাচে মোট ৫১০৫ রান করেছেন। অন্যদিকে গতকাল ম্যাচে হারের পর চেন্নাই সুপার কিংস এই বছর আইপিএলের পয়েন্ট তালিকায় ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে।