এক চুটকিতে হ্যাক হবে চিঙ্গারির অ্যাকাউন্ট, স্বীকার করে নতুন আপডেট আনছে কোম্পানি

ইদানিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দেশীয় টিকটক বিকল্প অ্যাপ চিঙ্গারি (Chingari) । একাধিক নতুন ফিচার থাকায় ভারতীয়রা কম দিনের মধ্যেই এই শর্ট ভিডিও মেকিং অ্যাপকে আপন করে নিয়েছে। তবে এই অ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। আবারও HackerNews এর একটি ভিডিওতে দাবি করা হল, চিঙ্গারির অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকারদের কাছে ‘বা হাত কে খেল।’ ওই ভিডিও তে সিকিউরিটি রিসার্চ ফার্ম Encode কর্মচারী, গিরিশ কুমার জানিয়েছেন, হ্যাকাররা যেকোনো সময়ে যে কারোর চিঙ্গারির অ্যাকাউন্ট হ্যাক করতে পারে।

রিপোর্ট অনুযায়ী, চিঙ্গারি অ্যাপের দুর্বলতার কারণে হ্যাকাররা ফোন হাইজ্যাক করে চিঙ্গারির অ্যাকাউন্ট হ্যাক করতে পারে। HackerNews এর তরফে বলা হয়েছে, কেবল শুধু অ্যাকাউন্ট হ্যাক নয়, হ্যাকাররা চাইলে ওই অ্যাকাউন্ট এর সেটিং বদলে সেখানে ভিডিও আপলোড ও করতে পারবে।

এদিকে চিঙ্গারির তরফে হ্যাকারনিউজ এর দাবি স্বীকার করে নিয়ে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সমস্যা ঠিক করে দেওয়া হবে। একটি বিবৃতিতে চিঙ্গারির কে ফাউন্ডার জানিয়েছে, ‘চিঙ্গারির ২.৪.০ ভার্সনের নিচের সমস্ত ভার্সনে সিকিউরিটি ইস্যু ছিল। আমরা ২৪ ঘণ্টা আগে এই বিষয়ে জানার পর সিকিউরিটি প্যাচ নিয়ে আসছি। এই প্যাচ অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্য আনা হবে।’

যদিও এর কারণে সমস্ত ওল্ড ভার্সন আর কাজ করবে না। তাই সবাইকে অ্যাপটি আপডেট করতে অনুরোধ করা হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য ২.৪.২ ও আইওএস এর জন্য ২.২.৬ ভার্সনে এই ধরণের কোনো সমস্যা থাকবেনা বলে কোম্পানি আশ্বস্ত করেছে।