৩২৫০ টাকা পর্যন্ত ছাড়, Oppo reno 8 ও Motorola Edge 30 কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না

আগামীকাল অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর লাইভ হতে পারে চলতি বছরের অন্যতম বড় সেল Flipkart Big Billion Days। তবে আলোচ্য সেল শুরু হওয়ার আগেই, ওয়ালমার্ট-মালিকানাধীন ই-কমার্স জায়ান্টটি তাদের সাইটে বেশ কয়েকটি প্রোডাক্টের ডিল ও অফার বিষয়ক তথ্য প্রকাশ করতে শুরু করে দিয়েছে। একই সাথে, ‘আর্লি অ্যাক্সেস’ হিসাবে নির্বাচিত কয়েকটি স্মার্টফোন মডেলকে সেলে ‘ডিল প্রাইজ’ -এ বিক্রি করার ঘোষণাও করেছে Flipkart। এক্ষেত্রে রিটেল সাইটটির প্রোডাক্ট-লিস্টিং ঘেঁটে, ভারতীয় বাজারে চলতি বছরে লঞ্চ হওয়া দুটি সেরা মিড-রেঞ্জ স্মার্টফোনকে দুর্দান্ত অফারের সাথে খুঁজে পেয়েছি আমরা। এই ডিভাইসগুলি হল – জুলাই মাসে আগত Oppo Reno 8 এবং মে মাসে লঞ্চ হওয়া Motorola Edge 30৷ আলোচ্য ফোন দুটিকে এই মুহূর্তে আপনারা Flipkart Big Billion Days সেলের অংশ হিসাবে, বাছাই করা ব্যাঙ্কের ক্রেডিট/ডেবিট কার্ড ব্যবহার করে তুলনায় কম দামে অর্ডার করতে পারবেন।

Flipkart Big Billion Days Sale : Oppo Reno 8 5G অফার

প্রথমেই আসা যাক বিশ্বের ‘মোস্ট থিনেস্ট’ ৫জি স্মার্টফোন ওপ্পো রেনো ৮ ৫জি -এর সাথে উপলব্ধ অফারের বিষয়ে। আলোচ্য ফোনটিকে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছিল, যার দাম ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছিল। কিন্তু, ফ্লিপকার্টের আসন্ন সেলটির ‘আর্লি অ্যাক্সেস’ -এর অংশ হিসাবে ওপ্পো রেনো ৮ ৫জি -কে প্রায় ২৬,৭৪৯ টাকা দামে কেনা যাবে এখন। এক্ষেত্রে, ICICI ও Axis ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে মোট ৩,২৫০ টাকা অফ পাওয়া যাবে৷ এই মোট ছাড়ের পরিমাণের মধ্যে ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং অতিরিক্তভাবে আরো ১,৫০০ টাকা ও ৭৫০ টাকার ডিসকাউন্ট অন্তর্ভুক্ত আছে। আবার, Flipkart Axis ব্যাঙ্কের কার্ড ব্যবহারের ক্ষেত্রে ৫% ক্যাশব্যাকও দেওয়া হবে৷ এছাড়া, পুরোনো ফোন আপগ্রেড করে এই নয়া স্মার্ট মোবাইল কিনলে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে।

প্রসঙ্গত ফ্লিপকার্টের লিস্টিংয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় ছিল যে, ওপ্পোর এই হ্যান্ডসেটকে নূন্যতম ২৩,৭৪৯ টাকা মূল্যে টিজ করা হচ্ছে। যার অর্থ, আসন্ন বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন হয়তো ফোনটিকে আরো ৩,০০০ টাকা ছাড়ের সাথে তালিকাভুক্ত করা হবে।

Flipkart Big Billion Days Sale : Motorola Edge 30 অফার

মোটোরোলা এজ ৩০ স্মার্টফোনকে ভারতে তিনটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। এক্ষেত্রে, ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৭,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা রাখা হয়েছিল। তবে বর্তমানে উক্ত মডেলের উভয় স্টোরেজ অপশনকেই ফ্লাট ৩,০০০ টাকা ছাড়ের সাথে বিক্রি করা হচ্ছে। যারপর, ফোনটির ৬ জিবি র‌্যাম বিকল্পের দাম কমে ২৪,৯৯৯ টাকা হয়ে গেছে এবং ৮ জিবি র‌্যাম অপশনের দাম ২৬,৯৯৯ টাকায় নেমে এসেছে।

পূর্ববর্তী মডেলের ন্যায় মোটোরোলার এই হ্যান্ডসেটকেও, Axis বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে কিনলে ২,২৫০ টাকার ছাড় পাওয়া যাবে। এই মোট ছাড়ের পরিমাণের মধ্যে সামিল রয়েছে ১,৫০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং অতিরিক্ত আরো ৭৫০ টাকার অফ। উল্লেখ্য, ডিসকাউন্টের পর, মোটোরোলা এজ ৩০ স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টকে যথাক্রমে ২২,৭৪৯ টাকার এবং ২৪,৭৪৯ টাকার বিনিময়ে কিনে নিতে পারবেন আপনারা। এছাড়া, ১৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই অপশনের সুবিধাও উপলব্ধ থাকছে।

তবে, আরো ডিসকাউন্টেড প্রাইজের সাথে স্মার্টফোন কিনতে চাইলে, এখুনি তাড়াহুড়া না করে বরং সেল শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেব আমরা।