108MP ক্যামেরা ও অ্যামোলেড স্ক্রিনের ফোন নিয়ে হাজির Honor, রয়েছে 12 জিবি র‍্যাম

সম্প্রতি Honor X9b স্মার্টফোনটিকে অনরের সংযুক্ত আরব আমিরাত শাখার ওয়েবসাইটে (Honor UAE) তালিকাভুক্ত করা হয়েছে, যা এর সকল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। ফোনটিতে অ্যামোলেড স্ক্রিন, Snapdragon 6 Gen 1 চিপসেট, ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যদিও কোম্পানিটি সেসময় Honor X9b-এর দাম এবং উপলব্ধতা সম্পর্কে কোনও তথ্য নিশ্চিত করেনি। তবে এখন, অনরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিবরণগুলি প্রকাশ করা হয়েছে।

Honor X9b-এর দাম ও লভ্যতা

সৌদি আরবে অনর এক্স৯বি-এর দাম ১,৩৯৯ সৌদি রিয়াল (প্রায় ৩১,০৪০ টাকা) রাখা হয়েছে। এই দামটি ফোনের ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য। কোম্পানি আগামী ২৬ অক্টোবর থেকে অনর এক্স৯বি-এর জন্য প্রি-অর্ডার প্রক্রিয়া শুরু করবে এবং এর সরবরাহ আগামী ৮ নভেম্বর থেকে শুরু হবে বলে জানা গেছে। অনর এক্স৯বি ফোনটি মিডনাইট ব্ল্যাক, এমেরাল্ড গ্রিন, এবং সানরাইজ অরেঞ্জের মতো শেডগুলিতে কেনা যাবে, যেগুলিতে লেদার ব্যাক রয়েছে৷

Honor X9b-এর স্পেসিফিকেশন

অনর এক্স৯বি-এ ৬.৭৮ ইঞ্চির কার্ভড-এজ অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যা ১,২০০ x ২,৬৫২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪২৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১০-বিট কালার, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট এবং ১,৯২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম ডিমিং অফার করে। এক্স৯বি-এ ৯২.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও রয়েছে। পারফরম্যান্সের জন্য, এই অনর ফোনে ব্যবহৃত হয়েছে Qualcomm-এর Snapdragon 6 Gen 1 প্রসেসর, যা এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত।

অনর এক্স৯বি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) সফ্টওয়্যাররে চলে। ক্যামেরার ক্ষেত্রে, ফোনটির রিয়ার শেলটিতে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য, Honor X9b ফোনটি শক্তিশালী ৫,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, Honor X9b-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৫জি সংযোগ, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, এনএফসি, একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক৷