Oppo Reno 7 দুর্দান্ত ক্যামেরা সহ ভারতে লঞ্চ হচ্ছে, পেল BIS সার্টিফিকেশন সাইটের ছাড়পত্র

গত নভেম্বরের শেষে চীনের বাজারে আত্মপ্রকাশ করে Oppo Reno 7 স্মার্টফোন সিরিজ। এই সিরিজের অধীনে Oppo Reno 7, Reno 7 Pro ও Reno 7 SE- এই তিনটি ফোন চীনের বাজারে পা রেখেছে। আশা করা হচ্ছিল আগামী বছরের শুরুতেই এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারেও লঞ্চ হবে। তবে তার আগে এক জনপ্রিয় টিপস্টার Oppo Reno 7 স্মার্টফোনটিকে ভারতের বিআইএস (BIS) ও সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন সাইটে স্পট করেছেন। এ থেকে অনুমান করা হচ্ছে খুব শীঘ্রই ভারত এবং সিঙ্গাপুরের বাজারে লঞ্চ হতে চলেছে ওপ্পোর এই ফোনটি।

Oppo Reno 7 কে দেখা গেল BIS ও IMDA সার্টিফিকেশন সাইটে

টিপস্টার মুকুল শর্মা টুইট করে জানিয়েছেন, ওপ্পো রেনো ৭ সিরিজের বেস মডেলটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ও সিঙ্গাপুরের ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (lMDA) – এই সাইটগুলি থেকে সার্টিফিকেশন লাভ করেছে।

তাই স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে ভারত এবং সিঙ্গাপুরের বাজারে ওপ্পো রেনো ৭ স্মার্টফোনটি শীঘ্রই পা রাখবে। যদিও কোম্পানির তরফে এখনও ফোনটি ভারতে লঞ্চের বিষয়ে কিছুই জানানো হয়নি।

ওপ্পো রেনো ৭- এর স্পেসিফিকেশন (Oppo Reno 7 Specification)

চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ৭ স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি+ OLED পাঞ্চ-হোল ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ‌ফটোগ্রাফির জন্য এই ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফি ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

Oppo Reno 7 স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর এবং এই ফোনটি চীনের বাজারে সর্বাধিক ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ পাওয়া যায়। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 7 স্মার্টফোনে দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।