Moto E13 আজ 5000mAh ব্যাটারি ও 13MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে, দাম শুরু হতে পারে 6599 টাকা থেকে

ভারতে মোটো ই১৩ দুপুর ১২টায় লঞ্চ হবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। এর দাম শুরু হতে পারে ৬,৫৯৯ টাকা থেকে

Motorola আজ ভারতে লঞ্চ করতে চলেছে তাদের নতুন বাজেট রেঞ্জের ফোন Moto E13। এটি সেই সমস্ত ক্রেতাদের লক্ষ্য করে আনা হচ্ছে, যারা কম দামি ফোন খোঁজ করছেন। ভারতে এর দাম শুরু হতে পারে ৭ হাজার টাকার কম থেকে। আর ই-কমার্স সাইট Flipkart থেকে এটি কেনা যাবে। Motorola নিশ্চিত করেছে এর দুটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। আসুন Moto E13 কখন ও কি কি ফিচার সহ লঞ্চ হবে জেনে নেওয়া যাক।

Moto E13 ভারতে লঞ্চের সময় ও সম্ভাব্য দাম

ভারতে মোটো ই১৩ দুপুর ১২টায় লঞ্চ হবে বলে জানিয়েছে ফ্লিপকার্ট। এর দাম শুরু হতে পারে ৬,৫৯৯ টাকা থেকে। ফোনটি ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া।

Moto E13 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, Moto E13 ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে ইউনিসক টি৬০৬ (Unisoc T606) প্রসেসর। আর ফোনটির সামনে দেখা যাবে ওয়াটারড্রপ নচ ডিজাইনের ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি, যা এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য হ্যান্ডসেটটিতে ৫০০০ এমএএইচ ব্যাটারির দেওয়া হবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

ডিভাইসটি ৬৪ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ সহ আসবে। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে রান করবে। এটি স্লিক, স্টাইলিস ও প্রিমিয়াম ডিজাইনের সাথে আসছে। এছাড়া Moto E13 ফোনে ডলবি অ্যাটমস সাউন্ড সাপোর্ট করবে।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, এর সামনে থাকবে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর পিছনে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা পাওয়া যাবে। এটি স্প্ল্যাশ প্রুফ আইপি৫২ রেটিং সহ আসছে। কানেক্টিভিটি অপশন হিসেবে Motorola -র নতুন ফোনে সামিল থাকবে ডুয়েল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০ ও টাইপ সি পোর্ট। এটি তিনটি কালারে পাওয়া যাবে – অরোরা গ্রীন, কসমিক ব্ল্যাক ও ক্রিমি হোয়াইট।