চার্জার ছাড়া নতুন iPhone বিক্রি, Apple -র বিরুদ্ধে আদলতে এবার ছাত্ররা

চার্জিং অ্যাডাপ্টার ছাড়া iPhone বিক্রির জন্য ফের বিপদের সম্মুখীন টেক জায়ান্ট অ্যাপল (Apple)! এবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলো চীনা বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া। এর ফলে সংস্থার উপরে জরিমানা বা অন্য কোনো শাস্তির নির্দেশ নেমে আসতে পারে। যদিও Apple -এর জন্য বিষয়টি নতুন নয়। ২০২০ সাল থেকে সংস্থাটি আইফোনের সাথে অ্যাডাপ্টার দেওয়া বন্ধ করেছে। এর ফলে লক্ষ লক্ষ Apple ক্রেতাকে চরম অসুবিধায় পড়তে হয়েছে। ফলে তিতিবিরক্ত হয়ে বারবার তারা Apple -কে কাঠগড়ায় তুলেছেন। চীনা পড়ুয়াদের অভিযোগের ফলে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হলো।

আসলে ২০২০ সালের আগে আইফোন ক্রেতারা অ্যাপলের তরফ থেকে ডিভাইস ও চার্জিং অ্যাডাপ্টার, দুটি পেতেই অভ্যস্ত ছিলেন। এরপর মাত্রাতিরিক্ত কার্বন নির্গমন রোধের জন্য সংস্থাটি আইফোনের সঙ্গে অ্যাডাপ্টার না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবে তারা প্রতি বছর প্রায় ২ মিলিয়ন মেট্রিক টন কার্বন নির্গমন রুখে দেওয়ার কথা বলে। যদিও অ্যাপলের সিদ্ধান্তে রুষ্ট গ্রাহকেরা একে কোম্পানীর চাল বলে উল্লেখ করে।

চীনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রেরাও তাদের অভিযোগে জানিয়েছে যে পরিবেশগত সমস্যার দোহাই দিয়ে অ্যাপল স্রেফ তাদের MagSafe চার্জারের জনপ্রিয়তা ও বিক্রি বাড়াতে উদ্যোগী! ছাত্রদের দাবী বর্তমানে আইফোনের সাথে যে ইউএসবি-সি-টু- লাইটনিং কেবল (USB-C-to-Lightning Cable) প্রদান করা হচ্ছে তা বাজারে উপলব্ধ অন্য কোন অ্যাডাপ্টারের সাথে কার্যকর নয়। আসলে এর কার্যকারিতার জন্য USB-C অ্যাডাপ্টার আবশ্যিক বলে পড়ুয়ারা মন্তব্য করেছে।

এদিকে অ্যাডাপ্টারের অভাবে আইফোন ক্রেতাদের অসুবিধের ফায়দা উঠিয়ে বেশ কিছু Apple রিটেলার অবৈধ কারবার ফেঁদে বসেছেন। এই জাতীয় কারবারিরা আলাদা আলাদা দামে অ্যাডাপ্টার সহ এবং অ্যাডাপ্টার ছাড়া আইফোন বিক্রি করে মুনাফা লুটছে বলে পড়ুয়াদের দাবী। সম্প্রতি তাদের দলভুক্ত একজন ঘটনাটির শিকার হয়।

উল্লেখ্য, এর আগে ব্রাজিলে একটি মামলায় অ্যাডাপ্টার ছাড়া iPhone 12 বিক্রির জন্য Apple -এর ২ মিলিয়ন ডলার জরিমানা হয়েছে।