বাড়িকে বানান সিনেমা হল, একাধিক স্ক্রিন সাইজ সহ লঞ্চ হল Xiaomi Smart TV X

Xiaomi Smart TV X সিরিজটি অ্যান্ড্রয়েড টিভি ১০ ভিত্তিক প্যাচওয়াল ওএস (Patchwall OS) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত

আজ অর্থাৎ ১লা আগস্ট একটি অফলাইন ইভেন্টে Xiaomi ভারতে তাদের লেটেস্ট স্মার্ট টেলিভিশন সিরিজ Xiaomi Smart TV X লঞ্চ করল। আলোচ্য লাইনআপটিকে, Redmi 12 5G স্মার্টফোন সহ আরও বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রোডাক্টের সাথে নিয়ে আসা হয়েছে। নবাগত এই স্মার্ট টিভি লাইনআপ মোট ৪টি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্ট সহ এসেছে, যথা – ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি এবং ৬৫ ইঞ্চি। এই প্রত্যেকটি বিকল্পের স্পেসিফিকেশন এক সমান থাকছে। অর্থাৎ ৪টি সাইজ অপশনেই ডলবি ভিশন সমর্থিত 4K ডিসপ্লে প্যানেল, ৩০ ওয়েট আউটপুট যুক্ত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, অ্যান্ড্রয়েড টিভি ১০ ভিত্তিক কাস্টম ইউজার ইন্টারফেস, ২ জিবি র‌্যাম এবং ওয়াই-ফাই ও ব্লুটুথ সহ বিভিন্ন বিকল্প উপস্থিত। চলুন এবার Xiaomi Smart TV X সিরিজের দাম, লভ্যতা, এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে Xiaomi Smart TV X সিরিজের দাম এবং প্রাপ্যতা

শাওমি তাদের এই নয়া স্মার্ট টেলিভিশন সিরিজকে মোট ৪টি ডিসপ্লে সাইজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করেছে। নিচে প্রত্যেকটি বিকল্পের দাম দেওয়া হল :

Xiaomi Smart TV X ৪৩-ইঞ্চি – ২৬,৯৯৯ টাকা,
Xiaomi Smart TV X ৫০-ইঞ্চি – ৩২,৯৯৯ টাকা,
Xiaomi Smart TV X ৫৫-ইঞ্চি – ৩৭,৪৯৯ টাকা,
Xiaomi Smart TV X ৬৫-ইঞ্চি – ৫৮,৯৯৯ টাকা।

লভ্যতার কথা বললে, শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজকে আগামী ৪ঠা আগস্ট থেকে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট (mi.com), ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) এবং শাওমির পার্টনার অফলাইন রিটেল স্টোরের মাধ্যমে বিক্রি করা হবে৷ যদিও ৬৫-ইঞ্চি ডিসপ্লে সাইজ যুক্ত টপ-এন্ড ভ্যারিয়েন্টকে ৫ই আগস্ট থেকে কেনার জন্য উপলব্ধ করা হবে বলে জানা গেছে।

লঞ্চ অফার হিসাবে, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্লাট ৩,০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা।

Xiaomi Smart TV X সিরিজের স্পেসিফিকেশন

আমরা আগেই বলেছি, শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজের চারটি ডিসপ্লে ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশনই এক সমান। এক্ষেত্রে নতুন স্মার্ট টিভি লাইনআপটি – ৪৩ / ৫০ / ৫৫ / ৬৫-ইঞ্চির ৪কে (৩৮৪০×২১৬০ পিক্সেল) ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লে – ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৯৪% DCPI-P3 ওয়াইড কালার গ্যামেট, ডলবি ভিশন, HDR10 এবং HLG প্রযুক্তি সমর্থন করে। আবার শাওমির দাবি অনুসারে, সঠিক কালার কনট্রাস্ট এবং শার্প ইমেজ কোয়ালিটি প্রদানের জন্য আলোচ্য সিরিজে সংস্থার নিজস্ব ভিভিড পিকচার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

Xiaomi Smart TV X সিরিজটি অ্যান্ড্রয়েড টিভি ১০ ভিত্তিক প্যাচওয়াল ওএস (Patchwall OS) কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। এতে মালি জি৫২ এমসি১ জিপিইউ এবং কোয়াড-কোর এ৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আবার স্টোরেজ হিসাবে ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি মেমরি পাওয়া যাবে। অডিও বিভাগের কথা বললে, শাওমি ব্র্যান্ডিংয়ের এই নয়া স্মার্ট টেলিভিশন সিরিজে ডলবি অডিও, ডিটিএস-এইচডি এবং ডিটিএস ভার্চুয়াল: এক্স অডিও প্রযুক্তি সমর্থিত ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম বর্তমান। এই স্পিকারগুলি সম্মিলিতভাবে ৩০ ওয়াট সাউন্ড আউটপুট অফার করে।

পরিশেষে, কানেক্টিভিটি বিকল্প হিসাবে টিভিগুলিতে সামিল থাকছে – ব্লুটুথ ৫.০, ২×২ MIMO সমর্থন সহ ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ৩টি এইচডিএমআই ২.১ পোর্ট, ২টি ইউএসবি টাইপ-এ পোর্ট, ১টি ইথারনেট পোর্ট, ৩.৫মিমি হেডফোন জ্যাক, এভি ইনপুট এবং ১টি অডিও পোর্ট।

সমস্ত Xiaomi টিভি সিরিজের জন্য চালু করা হল নতুন Patchwall+ ওএস

Xiaomi Smart TV X সিরিজ লঞ্চ করার পাশাপাশি সংস্থাটি প্যাচওয়াল+ নামক একটি নয়া কাস্টম ইউজার ইন্টারফেস চালু করার ঘোষণাও করেছে। আলোচ্য ওএস ভার্সনের অধীনে ভারতীয় ব্যবহারকারীরা বিনামূল্যে মোট ২০০টি লাইভ টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এক্ষেত্রে সেট-টপ বক্স ছাড়াই শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করে এই চ্যানেলগুলি শাওমি টিভি -তে স্ট্রিম করা সম্ভব। শাওমি আরও জানিয়েছে যে, এই লেটেস্ট ইউজার ইন্টারফেসটিকে অধিক ‘ইউজার ফ্রেন্ডলি’ রাখা হয়েছে।