Nissan Magnite Geza Edition চোখ ধাঁধানো ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, দাম 7.39 লাখ টাকা

নিসান (Nissan) ভারতে তাদের Magnite-এর Geza Edition লঞ্চ করল। স্পেশাল এডিশন মডেলটির দাম ৭.৩৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হয়েছে। গাড়িটির XL ভ্যারিয়েন্টের তুলনায় স্পেশাল এডিশন মডেলটির দাম ৩৫,০০০ টাকা বেশি। আগ্রহী ক্রেতারা নিসানের যে কোনো ডিলারশিপ থেকে গাড়িটি বুক করতে পারবেন।

নিসানের জনপ্রিয় কম্প্যাক্ট এসইউভি-র স্পেশাল এডিশন মডেলটি পাঁচটি রঙের বিকল্পে অফার করা হয়েছে – স্যান্ডস্টোন ব্রাউন, ব্লেড সিলভার, অনিক্স ব্ল্যাক, ফ্লের গার্নেট রেড এবং স্ট্রম হোয়াইট। আবার রেগুলার Magnite XL ভ্যারিয়েন্টের থেকে আপডেটেড ডিজাইন এবং একাধিক ফিচারে সজ্জিত হয়ে এসেছে গাড়িটি।

Nissan Magnite Geza Edition ফিচার্স ও ইঞ্জিন

ফিচারে নতুনত্ব হিসেবে রয়েছে ১৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, যেটি ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি সমর্থন করে। গান শোনার অভিজ্ঞতা উন্নত করতে এতে দেওয়া হয়েছে JBL সাউন্ড সিস্টেম। এছাড়াও গাড়িটিতে উপস্থিত অ্যাপ-ভিত্তিক কন্ট্রোল সহ অ্যাম্বিয়েন্ট লাইটিং, ট্রাজেক্টারি গাইডলাইন সমেত রিয়ার পার্কিং ক্যামেরা এবং বেজ কালারের আপহোলস্টেরি। স্পেশাল এডিশনটির বাইরে রয়েছে একটি শার্ক ফিন অ্যান্টেনা।

Magnite Geza Edition-এ দেওয়া হয়েছে একটি ১.০ লিটার, ৩-সিলিন্ডার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৭১ বিএইচপি শক্তি এবং ৯৬ এনএম টর্ক উৎপন্ন হবে। সঙ্গে থাকছে ফাইভ স্পিড গিয়ারবক্স। এই সাব-কম্প্যাক্ট এসইউভি-টি ১.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনেও বেছে নেওয়া যায়। যা ৫-স্পিড ম্যানুয়াল এবং একটি সিভিটি অটোমেটিক ট্রান্সমিশন সহ বেছে নেওয়া যায়।