Moto Tab G70 LTE বিশাল বড় ব্যাটারি ও 11 ইঞ্চি 2K ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

Moto Tab G70 LTE প্রত্যাশামতো আজ ভারতে লঞ্চ হল। Lenovo-র মালিকানাধীন Motorola এই ট্যাবলেটটি কয়েকদিন আগেই ব্রাজিলে লঞ্চ করেছিল। Moto Tab G70 LTE আসলে গতবছর ভারতে আসা Moto Tab G20 এর উত্তরসূরী। এতে আছে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর ও ১১ ইঞ্চি আইপিএস ২কে ডিসপ্লে। এছাড়া এতে পাওয়া যাবে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি ও ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আসুন Moto Tab G70 LTE এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো ট্যাব জি৭০ এলটিই ভারতে দাম (Moto Tab G70 LTE Price in India)

ভারতে মোটো ট্যাব জি৭০ এলটিই এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২১,৯৯৯ টাকা। এটি মোর্ডানিস্ট টিল কালার সহ পাওয়া যাবে। আজ থেকে Flipkart-এর মাধ্যমে মোটো ট্যাব জি৭০ এলটিই প্রি-অর্ডার করা যাবে। লঞ্চ অফার হিসেবে, প্রি-অর্ডারকারীরা ICICI ব্যাংকের কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ছাড় পাবেন।

মোটো ট্যাব জি৭০ এলটিই স্পেসিফিকেশন (Moto Tab G70 LTE Specifications)

অ্যান্ড্রয়েড ১১ চালিত Moto G70 Tab LTE-এ আছে ১১ ইঞ্চি ২কে (রেজোলিউশন ২,০০০×১,২০০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস ৪০০ নিট। Motorola-র তরফে দাবি করা হয়েছে যে, এই ডিসপ্লে টিউভি রেইনল্যান্ড ব্লু লাইট সার্টিফিকেশন প্রাপ্ত। ফলে চোখের ক্ষতি করবে না। এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসর। ট্যাবটি ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

Moto Tab G70 LTE-এর পিছনে এফ/২.২ অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং সামনে এফ/২.০ অ্যাপারচারসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান। এছাড়া এই ট্যাবে ডলবি অ্যাটমস সমর্থনসহ কোয়াড-স্পিকার সেটআপ, গুগল কিডস স্পেস উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ২০ ওয়াট টার্বোপাওয়ার চার্জিং সাপোর্টযুক্ত ৭,৭০০ এমএএইচ ব্যাটারি।

সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটি আইপি৫২ রেটিং প্রাপ্ত হওয়ায় জল ও ধুলোতে নষ্ট হবে না। কানেক্টিভিটির জন্য Moto Tab G70 LTE ট্যাবলেটে পাওয়া যাবে জিপিএস, গ্লোনাস, ওয়াইফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ট্যাবলেটটির ওজন ৪৯০ গ্রাম।