Redmi Pad: 8000mah ব্যাটারি ও 10 ইঞ্চি স্ক্রিনের ট্যাবে 3,000 টাকা ছাড় দিচ্ছে শাওমি, সুযোগ ফসকালে বিশাল মিস

রেডমি গত বছর অক্টোবরে ব্র্যান্ডের প্রথম ট্যাবলেট হিসাবে Redmi Pad-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। ডিভাইসটি তিনটি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে অফার করা হয় এবং এদেশে এটি ১৫,০০০ – ২০,০০০ টাকার প্রাইস সেগমেন্টে বাজেট ট্যাবলেট হিসাবে আত্মপ্রকাশ করেছে। ট্যাবটির লঞ্চের পর একবছরেও বেশি সময় অতিক্রান্ত হয়েছে। এখন, শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি চুপিসারে Redmi Pad-এর দাম কমিয়েছে। ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর প্ল্যাটফর্মে ডিভাইসটি এখন এই সংশোধিত মূল্যে পাওয়া যাচ্ছে। এর ওপর আবার একটি ব্যাঙ্ক অফারও রয়েছে, যা ট্যাবলেটের ক্রয় মূল্য আরও কমিয়ে দিয়েছে।

ভারতে Redmi Pad-এর দাম কমল

রেডমি প্যাডটি ৩ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ – এই তিনটি বিকল্পে পাওয়া যায়। লঞ্চের সময় দাম ছিল যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা। বেস ভ্যারিয়েন্টের দাম এখন ১,০০০ টাকা কমেছে, যেখানে ৪ জিবি এবং ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে ৩,০০০ টাকা এবং ২,০০০ টাকা কম করা হয়েছে। অর্থাৎ, ৩ জিবি, ৪ জিবি, এবং ৬ জিবি র‍্যাম মডেলের দাম এখন যথাক্রমে ১৩,৯৯৯ টাকা, ১৪,৯৯৯ টাকা এবং ১৬,৯৯৯ টাকা।

এছাড়াও, রেডমি এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ইএমআই লেনদেনে এবং আইসিআইসিআই (ICICI) নেট ব্যাঙ্কিং ট্রানজ্যাকশনে রেডমি প্যাড-এর বেস মডেলের ওপর ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় দিচ্ছে৷ সুতরাং ভ্যারিয়েন্টটি ১২,৯৯৯ টাকায় কেনা যাবে। আর ৪জি এবং ৬ জিবি অপশনে ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে, যা দাম যথাক্রমে ১৩,৪৯৯ টাকা এবং ১৫,৪৯৯ টাকায় নামিয়ে আনবে৷ ব্যাঙ্ক অফারটি ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ। এছাড়া, আগ্রহী ক্রেতারা রেডমি প্যাড কেনার সময় তাদের পুরনো স্মার্টফোনও এক্সচেঞ্জ করতে পারবেন।

জানিয়ে রাখি, Redmi Pad-এ ১০.৬ ইঞ্চির ২কে ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ফটোগ্রাফির জন্য, ট্যাবলেটটির রিয়ার এবং ফ্রন্ট প্যানেলে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা বিদ্যমান। ট্যাবলেটটি ডলবি অ্যাটমস সহ কোয়াড স্পিকার অফার করে। Redmi Pad-এ MediaTek Helio G99 প্রসেসরটি রয়েছে এবং এটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বিশাল ৮,০০০ এমএএইচ ব্যাটারি ইউনিট অফার করে।