Micromax In 2C শীঘ্রই ভারতে আসছে, থাকতে পারে Unisoc T610 প্রসেসর

দেশীয় সংস্থা Micromax আরো একটি বাজেট রেঞ্জের ‘মেড-ইন-ইন্ডিয়া’ স্মার্টফোনের সাথে শীঘ্রই হাজির হতে চলেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে Micromax In 2C নামের একটি নয়া হ্যান্ডসেট লঞ্চ হতে পারে ভারতে। উক্ত ফোনটি বিদ্যমান Micromax In 2B মডেলের উত্তরসূরি হিসাবে আসবে। সম্প্রতি এক জনপ্রিয় লিকস্টারের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের প্রসেসর সম্পর্কিত তথ্যও ফাঁস হয়েছে। প্রসঙ্গত Micromax In 1, In Note 1 এবং In 1b স্মার্টফোন লঞ্চের দ্বারা Micromax পুনরায় ‘কামব্যাক’ করেছিল ভারতীয় বাজারে। সেক্ষেত্রে, এই ফোনটি সংস্থার প্রত্যাবর্তনকে কতটা সার্থক করবে তা দেখার বিষয়।

শীঘ্রই ভারতে আত্মপ্রকাশ করতে পারে Micromax In 2C, প্রকাশ্যে এল লঞ্চের সম্ভাব্য সময়

টিপস্টার অভিষেক যাদবের পোস্ট অনুসারে, মাইক্রোম্যাক্স চলতি মাসের শেষে বা মে মাসের প্রথম দিকে তাদের লেটেস্ট স্মার্টফোন মাইক্রোম্যাক্স ২সি লঞ্চ করবে। টিপস্টার আরও জানিয়েছেন যে, এই স্মার্টফোনটি ইউনিসক প্রসেসর সহ আসবে। এক্ষেত্রে আসন্ন ফোনে পূর্বসূরি ইন ২বি মডেলের ন্যায় ইউনিসক টি৬১০ (Unisoc T610) প্রসেসর ব্যবহার করা হবে। এই ইউনিসক চিপসেট, মিডিয়াটেক হেলিও জি৮০ (MediaTek Helio G80) -এর সমতুল্য।

আবার, মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনে ইন ২বি -এর মতোই ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে বলে আশা করা হচ্ছে। তবে ক্যামেরা ফ্রন্ট বা চিপসেট বাদেও, পূর্বসূরির অনুরূপ আরো বেশ কয়েকটি ফিচার দেখা যেতে পারে ইন ২সি -তে, এমন আভাস পাওয়া গেছে সদ্য প্রকাশিত রিপোর্টে। সেক্ষেত্রে, আপকামিং ফোনে কিরূপ ফিচার দেখা যাবে তার ধারণা পেতে, Micromax In 2b স্মার্টফোনের স্পেসিফিকেশন-তালিকা দেখে নেওয়া যাক।

Micromax In 2b স্মার্টফোন স্পেসিফিকেশন ও দাম

Micromax In 2b ফোনে দেখা যাবে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে ১.৮ গিগাহার্টজ প্রসেসিং নোডের অক্টা কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। আর সিকিউরিটির জন্য Micromax In 2b ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপস্থিত।

ফটোগ্রাফির জন্য মাইক্রোম্যাক্সের এই হ্যান্ডসেটের পিছনে LED ফ্ল্যাশ সমেত ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য Micromax In 2b ফোনে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

Micromax In 2b দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যার মধ্যে, ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম ৭,৯৯৯ টাকা রাখা হয়েছে। আর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ৮,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে পাওয়া যাবে- ব্ল্যাক, ব্লু ও গ্রিন।