অফিসিয়াল লঞ্চের আগেই ফাঁস 2022 KTM RC 390 বাইকের ছবি, ফেয়ারিং এখন আরও ধারালো

এতদিন রোড টেস্টিং ও ফ্যাক্টরি স্টকইয়ার্ড থেকে ফাঁস হচ্ছিল 2022 KTM RC 390 বাইকের একের পর এক ছবি। যার ফলে বিদায়ী মডেলের চেয়ে নতুন মডেলে কী কী পরিবর্তন থাকতে চলেছে, তা সহজেই বোধগম্য হয়েছিল। এবার পরবর্তী প্রজন্মের KTM RC 390 মডেলের বাইকের ছবি খোদ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফাঁস হয়ে গেল। ভুল করে RC 390-এর ওয়েবসাইট লাইভ করার ফলে ছবিগুলি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও ভুল হয়েছে বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে নিয়েছে কেটিএম।

2022 KTM RC 390 ডিজাইন ও স্টাইল

নতুন কেটিএম আরসি ৩৯০ মডেলের সামনের দিক এগজিস্টিং মডেলের টুইন প্রজেক্টর হেডল্যাম্পের জায়গায় সিঙ্গেল এলইডি হেডল্যাম্প এবং বড় টার্ন ইন্ডিকেটর দেওয়া হয়েছে। যা অনেকটা কেটিএম ৩৯০ ডিউকের মতো দেখতে লাগবে। আবার দ্রুতগতিতে চলার সময়ে হাওয়ার বাধা সহজে এড়াতে ডাবল লেয়ার ডিজাইন সহযোগে ফেয়ারিং আরও ধারালো করা হয়েছে। আরসি ৩৯০ বাইকের পুরনো মডেলের চেয়ে নতুন মডেলে ফুয়েল ট্যাঙ্ক অপেক্ষাকৃত বড় মনে হচ্ছে। সুতরাং, ঘন ঘন তেল ভরার চিন্তা থাকবে না। উল্লেখ্য, বর্তমানে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ৯.৫ লিটার।

2022 KTM RC 390 Bike official image leaked

২০২২ কেটিএম আরসি ৩৯০ বাইকের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবর্তন হল রাইডিং পজিশন। এই ধরনের বাইক বেশির ভাগ ক্ষেত্রেই বেশ ঝুঁকে চালাতে হয়। তবে আরসি ৩৯০ বাইকের আপডেটেড মডেলের আর্গোনমিকস খুব রিল্যাক্সড। এতে আরও ফরোয়ার্ড সেট ফুটপেগস এবং সামান্য রেইজড্ হ্যান্ডেলবার রয়েছে। একটি স্পোর্টস-ট্যুরার বাইক থেকে ঠিক এমনটাই আশা করি আমরা।

এছাড়া ব্লু ও অরেঞ্জ শেডের ডুয়াল টোন কালার স্কিমে ২০২২ কেটিএম আরসি ৩৯০ বাইকটি সজ্জিত হয়ে আসবে।

2022 KTM RC 390 মেকানিক্যাল স্পেসিফিকেশন

বর্তমান মডেলের মতো নতুন আরসি ৩৯০ বাইকে ৩৭৩ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হবে। তবে পারফরম্যান্সে বদল আনার জন্য পাওয়ার এবং টর্ক আউটপুট বাড়ানো হবে বলে আশা করা যায়।

2022 KTM RC 390 ফিচার

ব্লুটুথ সংযোগকারী টিএফটি ইনস্ট্রুমেন্ট কনসোল, ট্রাকশন কন্ট্রোল, লিন অ্যাঙ্গেল-সেন্সিটিভ এবিএস, বি-ডিরেকশনাল কুইকশিফটার-সহ নানা অত্যাধুনিক ফিচার থাকতে পারে নয়া আরসি ৩৯০ বাইকে।

2022 KTM RC 390 দাম ও লঞ্চ

ওয়াকিবহল মহলের মতে, দেশে কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করে জল মাপার জন্য আরও কয়েকসপ্তাহ অপেক্ষা করবে কেটিএম। আরসি ৩৯০-এর বর্তমান মডেলের দাম ২.৭৬ লক্ষ টাকা। নতুন মডেলের দাম ২.৯৫ লক্ষ টাকার কাছাকাছি হবে বলে ধরে নেওয়া যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন