Redmi K50 সিরিজ নিয়ে নতুন তথ্য ফাঁস, আসছে Snapdragon 995 প্রসেসর এবং 67W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

২০১৯ সালে প্রথম হাই-এন্ড স্পেসিফিকেশন সমেত স্মার্টফোন আনার দৌড়ে নিজেকে সামিল করেছিল একদা Xiaomi-র সহযোগী সংস্থা Redmi। ওই বছরই Redmi K20 সিরিজ আত্মপ্রকাশ করে। এরপর তারা K30, K30S এবং চলতি বছরের মার্চে K40 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এনেছে। নামকরণের ধরন দেখে অনুমান করা যায়, Redmi K লাইনআপের পরবর্তী প্রজন্মের ডিভাইসের নাম Redmi K50 হওয়ার সম্ভাবনাই বেশি। Redmi K50 সিরিজের স্মার্টফোনে ফাস্ট চার্জিং, ভিডিও/ইমেজিং, এবং স্ক্রিনের গুণমান উন্নত করা হবে বলে আগেই জানা গেছে। এবার আপকামিং হ্যান্ডসেটটি সম্পর্কে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল।

Redmi K50 সিরিজ আসছে Snapdragon 895 প্রসেসরের সাথে

Bald Panda নামে পরিচিত এক চীনা টিপস্টারের মতে, রেডমি কে৫০ সিরিজ কোয়ালকমের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে আসবে। যাকে স্ন্যাপড্রাগন ৮৯৫ বলে উল্লেখ করা হচ্ছে। প্রসঙ্গত, কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরের সাথে শাওমি সবার প্রথমে তাদের হাই-এন্ড ফোন লঞ্চ করে। গত বছর যেমন শাওমি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের প্রথম স্মার্টফোন হিসেবে এমআই ১১ লঞ্চ করেছিল। যার ফলে শাওমি এমআই সিরিজের পর রেডমি কে৪০ সিরিজে এই প্রসেসর ব্যবহার হতে পারে।

Redmi K50 সিরিজ 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে

গত মার্চে রেডমি কে৪০ সিরিজ ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি-সহ লঞ্চ হয়েছিল। এবার তার দ্বিগুণ গতির চার্জিং ব্যবস্থার সঙ্গে রেডমি কে৫০ সিরিজ আত্মপ্রকাশ করতে চলেছে। ওই টিপস্টার জানিয়েছে, রেডমি কে৫০ সিরিজে শাওমি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দেবে।

Redmi K50 সিরিজে আরও ভাল ক্যামেরা থাকবে

টিপস্টারের ইঙ্গিত, হাই-রেজোলিউশনের ক্যামেরা অথবা কম আলোতে উত্তম ছবি তুলতে সক্ষম এমন বড় ক্যামেরা সেন্সর রেডমি কে৫০ সিরিজে দেখা যাবে।

Redmi K50 সিরিজের সিকিউরিটি ফিচার

রেডমি কে৫০ সিরিজের স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে জানা গেছে।

এছাড়া নতুন ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে Redmi K50 সিরিজে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হবে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের মাঝখানে কাটআউট থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন