ক্যামেরা থেকে চার্জিং, Honor-এর নতুন স্মার্টফোনে ভরপুর চমক, খুব শীঘ্রই লঞ্চ

অনর গত জানুয়ারিতে চীনে Magic 6 সিরিজের অধীনে Honor Magic 6 এবং Honor Magic 6 Pro লঞ্চ করেছে। তার আগে, শোনা গিয়েছিল যে, এই লাইনআপে একটি বিশেষ RSR Porsche Design ভ্যারিয়েন্টও থাকবে। তবে, চীনা কোম্পানিটি জানুয়ারির ইভেন্টে ওই মডেলটি সামনে আনেনি। যদিও অনুমান করা হচ্ছে যে, ডিভাইসটি আগামী মার্চ মাসে চীনে আত্মপ্রকাশ করবে। এর অফিসিয়াল নাম এখনও জানা না গেলেও, একে আপাতত Honor Magic 6 RSR Porsche Design বলা হচ্ছে। আর এখন, ফোনটি চীনের 3C (CCC) থেকে অনুমোদন লাভ করেছে, যা শীঘ্রই লঞ্চের দিকে ইঙ্গিত করছে।

Honor Magic 6 RSR Porsche Design পেল 3C সার্টিফিকেশন

চীনে উপলব্ধ অনর ম্যাজিক ৬ এবং ম্যাজিক ৬ প্রো-র মডেল নম্বর যথাক্রমে BVL-AN00 ও BVL-AN16। চলতি মাসের শুরুর দিকে, BVL-AN20 মডেল নম্বর সহ ম্যাজিক ৬ সিরিজের একটি নতুন ভ্যারিয়েন্ট চীনের এমআইআইটি (MIIT) কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে। এটি অনর ম্যাজিক ৬ আরএসআর পোর্শে ডিজাইন বলে মনে করা হচ্ছে। এখন, চায়না কম্পালসারি সার্টিফিকেশন ডেটাবেসে উপস্থিত হয়েছে সেটি, যা সম্ভাব্য ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে। ফোনটির চার্জারটি সর্বোচ্চ ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড প্রদান করতে সক্ষম হবে।

যদিও, অনর ম্যাজিক ৬ আরএসআর ১০০ ওয়াট চার্জারের সাথে দেখা গেছে, তবে এও শোনা যাচ্ছে, ফোনটি সম্ভবত অনর ম্যাজিক ৬ প্রো-এর মতো শুধুমাত্র ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। এছাড়া, অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য জানা যায়নি।

জানিয়ে রাখি, ফ্ল্যাগশিপ Oppo Find X7 Ultra-এ রয়েছে ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি Sony LYT-900 ক্যামেরা সেন্সর। একইভাবে, Xiaomi 14 Ultra এবং Vivo X100 Ultra-এর মতো আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে একই প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, Honor Magic 6 RSR Porsche Design নতুন ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি OmniVision OV50K প্রাইমারি ক্যামেরার হাত ধরে ফটোগ্রাফি বিভাগে এই ফ্ল্যাগশিপ ফোনগুলিকে টেক্কা দেবে।