Redmi Note 12R সস্তায় 5G সাপোর্ট ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, দাম শুরু ১১ হাজার টাকা থেকে

Redmi Note 12R এর ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির মূল্য রাখা হয়েছে মাত্র ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৩১২ টাকা)

গত সপ্তাহে Redmi Note 12R স্মার্টফোনটিকে চায়না টেলিকম (China Telecom)-এ তালিকাভুক্ত করা হয়। এর লিস্টিংটি থেকে ফোনটির স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা গিয়েছিল। আর আজ, হ্যান্ডসেটটি অবশেষে হোম মার্কেট চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। Redmi Note 12R-এ রয়েছে এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। ডিভাইসটির বেশিরভাগ বৈশিষ্ট্যই সদ্য উন্মোচিত Redmi 12-এর সাথে মেলে। তবে নতুন ফোনটি ৫জি কানেক্টিভিটি অফার করে, তাই Redmi Note 12R-কে Redmi 12-এর ৫জি সংস্করণ বলা যেতে পারে। আসুন তাহলে এই নবাগত রেডমি ফোনটির সকল স্পেসিফিকেশন এবং মূল্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Redmi Note 12R-এর স্পেসিফিকেশন ও ফিচার

রেডমি নোট ১২আর-এ কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৭৯ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই ডিভাইসটির প্রধান হাইলাইট হল সদ্য উন্মোচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট, যা ৫জি সংযোগ সাপোর্ট করে। এই চিপটির উপস্থিতিই প্রধানত ফোনটিকে ৪জি কানেক্টিভিটি যুক্ত রেডমি ১২-এর থেকে আলাদা করে, যা মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর দ্বারা চালিত। সফ্টওয়্যারের ক্ষেত্রে, রেডমি নোট ১২আর অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে।

রেডমি নোট ১২আর-এর রিয়ার ক্যামেরা সেটআপটি দেখতে অনেকটা স্যামসাংয়ের স্মার্টফোনের মতো। অর্থাৎ, এই ফোনে কোনও লক্ষণীয় ক্যামেরা বাম্প নেই এবং লেন্সগুলি একে অপরের থেকে আলাদাভাবে অবস্থান করছে। তবে সেন্সরগুলিকে আইফোনের ক্যামেরার মতো সাজানো রয়েছে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ উপস্থিত রয়েছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

তুলনামূলকভাবে দেখলে, রেডমি ১২-এর পিছনে একটি অতিরিক্ত ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ইউনিট লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, রেডমি নোট ১২আর ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 12R-এর দাম ও লভ্যতা

চীনের বাজারে Redmi Note 12R ফোনটি ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – এই চারটি কনফিগারেশনে লঞ্চ হয়েছে। তার মধ্যে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির মূল্য রাখা হয়েছে মাত্র ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৩১২ টাকা)। বাকি মডেলগুলির দাম এখনও জানা যায়নি। Redmi Note 12R চায়না টেলিকম থেকে ব্ল্যাক, ব্লু এবং সিলভার গ্রেডিয়েন্ট কালার অপশনে কেনা যাবে। তবে এটি ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে পা রাখবে, সেসম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু জানানো হয়নি।