দারুণ সস্তায় মিলছে iPhone SE এবং iPhone 11 মডেল, Flipkart-এর প্রলুব্ধকর অফার সম্পর্কে বিশদ জেনে নিন

আপনার কী এই মুহূর্তে নতুন আইফোন কেনার ইচ্ছা আছে? লেটেস্ট মডেল ছাড়াও পছন্দের তালিকায় রয়েছে সংস্থার এক দুবছরের পুরোনো মডেলগুলি? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! সকল অ্যাপল প্রেমীদেরকে জানিয়ে রাখি, যদিও এখন কোনো বিশেষ ফেস্টিভ সেল চলছে না, কিন্তু তবুও আপনি চাইলে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart (ফ্লিপকার্ট) থেকে সস্তায় একটি ঝকঝকে নতুন iPhone 11 (আইফোন ১১) কিংবা iPhone SE (আইফোন এসই) কিনতে পারবেন। এক্ষেত্রে বলে রাখি যে, iPhone SE-তে ই-কমার্স ওয়েবসাইটটি Freebies অফার, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারের পাশাপাশি ২৪ শতাংশ ছাড় দিচ্ছে। অন্যদিকে iPhone 11 কেনার ক্ষেত্রে সংস্থাটি কোনো অগ্রিম ছাড় অফার করছে না; কিন্তু এতে Freebies অফার, ব্যাংক অফার এবং এক্সচেঞ্জ অফারের বিদ্যমান হওয়ার সুবাদে আপনি স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম দামে মডেলটিকে পকেটস্থ করতে সক্ষম হবেন। এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, কী অফারে এবং কত দামে মিলবে এই দুর্দান্ত আইফোনগুলি? আসুন জেনে নেওয়া যাক।

Flipkart-এ iPhone SE-এর অফার

২৪ শতাংশ ছাড়ের সুবাদে ৩৯,৯০০ টাকার আইফোন এসই-এর লাল রঙের ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি এখন ফ্লিপকার্ট থেকে ৩০,২৯৯ টাকায় কেনা যাবে। অর্থাৎ, ক্রেতারা ৯,৬০১ টাকা ছাড়ে এই ফোনটি কিনতে পারবেন। তবে এখানেই শেষ নয়, এই ফোনটি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১৪,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট, যার ফলে আরও কম দামে ডিভাইসটি কেনার সুযোগ পাওয়া যাবে। তবে এক্ষেত্রে যে ফোনটি এক্সচেঞ্জ করা হচ্ছে, তার বর্তমান অবস্থা তথা গুণমানের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করবে এক্সচেঞ্জ অফারের পরিমাণ। সম্পূর্ণ এক্সচেঞ্জ ভ্যালু পেলে এই ডিভাইসটি কিনতে ক্রেতাদের মাত্র ১৫,৪৯৯ টাকা ব্যয় করতে হবে।

এছাড়া, আইফোন এসই-তে ফ্লিপকার্টের দেওয়া ব্যাঙ্ক অফারগুলির মধ্যে রয়েছে পেটিএম ওয়ালেটে (Paytm Wallet) ন্যূনতম ৫০০ টাকা মূল্যের অর্ডারে ৫০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক, এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক। তবে পেটিএম ওয়ালেটের অফারটি প্রতি পেটিএম অ্যাকাউন্ট পিছু একবার ভ্যালিড হবে। অন্যান্য অফারের কথা বললে, এই আইফোনটি কিনলে PharmEasy-তে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। সেইসাথে বিনামূল্যে মিলবে Hotstar-এর সাবস্ক্রিপশন এবং গ্রাহকরা তাদের পোর্টফোলিওতে ২০১ টাকা মূল্যের বিটকয়েন অ্যাড করতে পারবেন।

Flipkart-এ iPhone 11-এর অফার

৪৯,৯০০ টাকা মূল্যের আইফোন ১১-এর সবুজ রঙের ৬৪ জিবি স্টোরেজ মডেলটিতে ফ্লিপকার্ট কোনো অগ্রিম ছাড় অফার করছে না। তবে এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আইফোনটির দাম বেশ খানিকটা কমিয়ে আনা যাবে, কারণ এক্সচেঞ্জ অফারের মাধ্যমে আইফোন ১১ কিনলে সর্বোচ্চ ১৭,৮০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফলে ক্রেতারা ৩২,১০০ টাকায় এই ব্র্যান্ড-নিউ আইফোনটিকে পকেটস্থ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আপনার পিন কোডটি এন্টার করে আপনার লোকেশনে এক্সচেঞ্জ অফারটি উপলব্ধ কি না, তা চেক করতে হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যে ফোনটি এক্সচেঞ্জ করছেন, সেটির বর্তমান অবস্থা তথা গুণমানের ওপর নির্ভর করবে যে আপনি কত টাকা এক্সচেঞ্জ ডিসকাউন্ট পাবেন।

এছাড়া, আইফোন ১১-এ ফ্লিপকার্ট যে ব্যাঙ্ক অফার দিচ্ছে তা হল পেটিএম ওয়ালেটে ৫০০ টাকার ন্যূনতম অর্ডার ভ্যালুতে ৫০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটি প্রতি পেটিএম অ্যাকাউন্ট পিছু একবার বৈধ হবে। আবার, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৫ শতাংশ আনলিমিটেড ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে মনে রাখবেন যে, এই অফারগুলি প্রয়োগ করার আগে ওয়েবসাইটে উল্লিখিত শর্তাবলী চেক করে নেওয়া একান্ত আবশ্যক। উপরন্তু, অতিরিক্ত ফ্রিবিজ অফার হিসেবে PharmEasy-তে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়, বিনামূল্যে ৬ মাসের জন্য Gaana Plus-এর সাবস্ক্রিপশন, ফ্রি Hotstar মোবাইল সাবস্ক্রিপশন জেতার পাশাপাশি এবং নিজেদের পোর্টফোলিওতে ২০১ টাকা মূল্যের বিটকয়েন অ্যাড করতে পারবেন গ্রাহকরা।