Royal Enfield Scram 411: রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা অফ-রোড ফ্রেন্ডলি বাইকের দাম বাড়ল

Royal Enfield Scram 411 ভারতে লঞ্চ হয়েছে গত ১৫ এপ্রিল। এক মাস পেরোতেই এই মোটরসাইকেলের দাম বাড়ানোর ঘোষণা করল সংস্থা। রয়্যাল এনফিল্ডের সবচেয়ে সস্তা অফ-রোড ফ্রেন্ডলি বাইকের দাম বেড়েছে প্রায় ৩০০০ হাজার টাকা। Scram 411 সাতটি কালার অপশনে উপলব্ধ। এখন মূল্য শুরু হচ্ছে ২.০৫ লাখ টাকা থেকে।

Royal Enfield Scram 411 নতুন দাম

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১-এর প্রতিটি কালার অপশনের দাম ২,৮৪৫ টাকা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন গ্রাফাইট রেড, ইয়েলো, ও ব্লু পেইন্ট স্কিম বিকোবে ২,০৫,৯৩০ টাকায়। ব্লেজিং ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু পাওয়া যাবে ২,০৭,৭৬৭ টাকায়। হোয়াইট ফ্লেম ও সিলভার স্পিরিটের মূল্য দাঁড়াল ২,১১,৪৩৮ টাকাৎ উল্লেখ্য, এগুলি দিল্লির এক্স শোরুমের দাম‌।

Royal Enfield Scram 411 স্পেসিফিকেশন

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ হিমালয়ানে ৪১১ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন পেয়েছে। যা ৬,৫০০ আরপিএম গতিতে ২৪.৩ বিএইচপি এবং ৪,২৫০ আরপিএম গতিতে ৩২ এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটিকে যোগ্য সঙ্গত দিতে ফাইভ স্পিড গিয়ারবক্স রয়েছে।

বাইকটির ফিচারগুলির মধ্যে অন্য ধরনের একটি অফসেট সিঙ্গেল পড, পার্ট-অ্যানালগ, পার্ট-ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, নতুন হেডলাইট ন্যাকেল, ট্যাঙ্ক শ্রাউড উল্লেখযোগ্য। ট্রিপার নেভিগেশন পডটি বিকল্প হিসেবে বেছে নেওয়া যায়, তার জন্য খসবে অতিরিক্ত ৫,০০০ টাকা।