VIP Number: গাড়ির জন্য বেছে নিন পছন্দের নম্বর প্লেট, অনলাইনে আবেদনের পদ্ধতি দেখুন

কিছু মানুষের কাছে টু-হুইলার হচ্ছে কেবলমাত্রই একটি সুবিধাজনক যাত্রার সঙ্গী। আবার কিছু মানুষের কাছে তাঁদের বাহনটি হল একটি গর্বের বিষয়, যা নিজের সম্পর্কেও বার্তা বহন করে। এই সমস্ত মানুষেরা সৌন্দর্যের জন্য নিজেদের টু-হুইলারটিকে নানাবিধ কাস্টমাইজড ডিজাইন দ্বারা শোভিত করে তোলেন। এমনকি অনেকেই তাদের গাড়িতে পছন্দের সংখ্যা ও ইংরেজি অক্ষরযুক্ত নম্বর প্লেটও লাগান। এবার আপনি যদি মনে করেন নিজের পছন্দের নম্বর টু-হুইলারে লাগাবেন, তার উপায়ও রয়েছে। সে ক্ষেত্রে আপনাকে যেতে হবে সঠিক জায়গায়। এখন কীভাবে ভিআইপি নম্বর পাওয়া যাবে, সেই প্রসঙ্গেই এই প্রতিবেদনে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

মোটরসাইকেল বা স্কুটারে নিজের পছন্দের নম্বর পাওয়ার পদ্ধতি

প্রথমেই বলে রাখি, নিজের পছন্দের নম্বর পেতে আপনাকে কোন আরটিও (RTO) অফিসে যেতে হবে না। নিজের বাড়িতে বসে অনলাইনে এই কাজটি আপনি খুব সহজেই করতে পারবেন। কী সেই পদ্ধতি? জেনে নিন –

  • প্রথমে আপনাকে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে পাবলিক ইউজার হিসেবে রেজিস্টার করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে নিজের পছন্দের ভিআইপি নম্বরটি দিতে হবে।
  • এর পরবর্তী পদক্ষেপটি হল ভিআইপি নম্বর প্লেট পাওয়ার জন্য পেমেন্ট জমা করা।
  • পেমেন্ট প্রক্রিয়া সফল হলে আপনাকে দেওয়া পছন্দের অভিনব নম্বরগুলি থেকে আপনি একটি বেছে নিতে পারবেন।
  • নিজের সম্পূর্ণ পছন্দের নম্বরটি বেছে নিতে আপনাকে দিতে হবে বড় অঙ্কের অর্থ।

এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে একটি ডিজিটাল অ্যালটমেন্ট লেটার দেওয়া হবে। যা ভবিষ্যতে ব্যবহারের জন্য প্রিন্ট করিয়ে রাখুন। তবে এখানে বলে রাখি, সম্পূর্ণ পেমেন্ট হলে তবেই আপনাকে এই অন স্ক্রীন অ্যালটমেন্ট লেটারটি দেওয়া হবে।

টু-হুইলারে ভিআইপি নম্বর পেতে অর্থের পরিমাণ

এই অর্থের পরিমাণটি রাজ্য ভেদে ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ দিল্লিতে টু-হুইলারের রেজিস্ট্রেশনের জন্য দিতে হয় ১,০০০ টাকা। ঠিক তেমনই ভিআইপি নম্বর রেজিস্ট্রেশন এর জন্য ফি-এর অঙ্কটিও ভিন্ন হবে।

অধিকন্তু এই ফি-এর সাথে অগ্রিম কিছু টাকা দিতে হবে নম্বর প্লেটটি বুকিং করার জন্য। এই অগ্রিম অর্থের পরিমাণ নির্ভর করবে কী ধরনের নম্বর আপনি পছন্দ করবেন, তার ওপর। ভিআইপি নম্বরের মোট চারটে ক্যাটেগরি রয়েছে যার উপর নির্ভর করে এই অগ্রিম পেমেন্টের অর্থের পরিমাণ।

      ভিআইপি ক্যাটেগরি               অর্থের পরিমাণ
    —————————————-
১) সুপার এলিট নম্বর                       ৫ লক্ষ টাকা
২) সিঙ্গেল ডিজিট নম্বর                   ৩ লক্ষ টাকা
৩) সেমি-ফ্যান্সি নম্বর                       ১ লক্ষ টাকা
৪) অন্যান্য ভিআইপি নম্বর               ২ লক্ষ টাকা

অনলাইনে ভিআইপি নম্বরটি দেখে নিন

রেজিস্ট্রেশনের আগে আপনাকে প্রথমে ফ্যান্সি নম্বরটি বিক্রির জন্য উপলব্ধ রয়েছে কিনা তা দেখে নিতে হবে। সেটি কীভাবে দেখবেন?

  • পুনরায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের ওয়েবসাইটে আপনাকে যেতে হবে।
  • পছন্দের নম্বরটিতে ক্লিক করুন।
  • পরবর্তীতে এই ফর্মটি খুলবে, সেখানে আপনি কোন রাজ্যের বাসিন্দা এবং আরটিও এর নাম দিতে হবে।
  • এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি নতুন পেজ খুলবে, যেখানে উপলব্ধ সমস্ত ফ্যান্সি নম্বরের তালিকা থাকবে।
  • আপনি আপনার বিশেষ অথবা লক্ষ্মীমন্ত তারিখটিও টু-হুইলারের নম্বর হিসেবে বেছে নিতে পারেন।