আজ লঞ্চ হতে পারে নতুন Android 12 অপারেটিং সিস্টেম, জেনে নিন সেরা কয়েকটি ফিচার

অবশেষে আজ লঞ্চ হতে পারে Android 12-এর স্টেবল ভার্সন। রাত ১১.৩০ থেকে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল ইভেন্টে নতুন এই অপারেটিং সিস্টেমের উপর থেকে পর্দা সরানো হতে পারে। উল্লেখ্য, গত ১৮ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত Google-এর তিন দিনব্যাপী অ্যানুয়াল ডেভেলপার ইভেন্ট, Google I/O 2021-এ সংস্থাটি তার পরবর্তী প্রজন্মের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২ (Android 12)-এর প্রথম বিটা ভার্সনের ওপর থেকে পর্দা সরিয়েছিল। তারপর থেকে একের পর এক বিটা ভার্সন রিলিজের পর অবশেষে এবার স্টেবল ভার্সন রোলআউটের সময় এসে উপস্থিত হয়েছে। সংস্থাটি আগেই জানিয়েছিল যে, Android 12, অ্যান্ড্রয়েডের ইতিহাসে সবচেয়ে পরিবর্তিত ডিজাইন সহ আসবে। আসুন জেনে নেওয়া যাক নতুন এই অপারেটিং সিস্টেম ডিজাইন ছাড়াও আর কী কী নজরকাড়া ফিচার সহ আসতে পারে।

Android 12 এই ফিচারগুলি সহ আসবে

অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে অনেক নতুন এবং বেশ কিছু বড়ো পরিবর্তন চোখে পড়বে। এতে একটি ডায়নামিক্যালি অ্যাডজাস্টিং লক স্ক্রিন থাকবে এবং এতে নোটিফিকেশনও অনেক বড়ো এবং বোল্ড আকারে দেখা যাবে। পাশাপাশি এটির কুইক সেটিংসও নতুন করে ডিজাইন করা হবে। এছাড়া, পাওয়ার বাটনটি কিছুক্ষণ প্রেস করলে আমাদের প্রায়শই ব্যবহৃত গুগল অ্যাসিস্ট্যান্ট-ও অ্যাক্সেস করা যাবে। বড়ো বাটন, হোম কন্ট্রোল এবং গুগল ওয়ালেট কুইক সেটিংসে উপলব্ধ করা হবে।

 Android 12 আগের ভার্সনগুলির তুলনায় ফাস্ট পারফরম্যান্স অফার করবে। পাশাপাশি এতে থাকবে নতুন ফ্লুইড মোশান ও অ্যানিমেশন। ইউজাররা একটি Android 12 ডিভাইস হাতে নেওয়ার মুহূর্ত থেকে অনুভব করতে পারবেন যে এটি কীভাবে প্রতিটি ট্যাপ, সোয়াইপ এবং স্ক্রোলের মাধ্যমে আরও প্রাণবন্ত অর্থাৎ কার্যকরী হয়ে উঠছে। ব্যবহারকারীদের টাচে ডিভাইসটি আরও কুইক রেসপন্স প্রদান করবে বলে জানা গেছে। 

নতুন অপারেটিং সিস্টেমের সাথে Google একটি নতুন প্রাইভেসি ড্যাশবোর্ডও চালু করছে যা ব্যবহারকারীদের পারমিশন সেটিংসের পাশাপাশি কী ডেটা অ্যাক্সেস করা হচ্ছে, কতবার এবং কোন অ্যাপগুলি দ্বারা করা হচ্ছে তার বিশদ তথ্য প্রদান করবে। এটি ব্যবহারকারীদের সহজেই ড্যাশবোর্ড থেকে অ্যাপের পারমিশন প্রত্যাহার করারও সুযোগ দেবে।

এছাড়া, নতুন OS স্ট্যাটাস বারগুলির শীর্ষে ডানদিকে একটি নতুন ইন্ডিকেটর অ্যাড করছে, যাতে ইউজাররা জানতে পারে যে কখন কোনও অ্যাপ তাদের মাইক্রোফোন বা ক্যামেরা অ্যাক্সেস করছে। এবং এর পাশাপাশি ইউজার যদি পুরো সিস্টেমের জন্য এই সেন্সরগুলির অ্যাপ অ্যাক্সেস রিমুভ করতে চান, তার জন্য সংস্থার পক্ষ থেকে Quick Settings-এ দুটি নতুন টগল (toggles) যুক্ত করা হয়েছে।


শুধু ডিজাইন বা কার্যকর ফিচারই নয়, Android 12-এ সিকিউরিটির দিকে আরও ভালোরকমভাবে ফোকাস করা হয়েছে। এই OS-এ হাই স্ট্যান্ডার্ড, প্রাইভেসি এবং সেফটি ফিচার যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভয়েস ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরও কাজ করা হয়েছে এবং এই নতুন ভার্সনে স্মার্টফোনকে মাল্টি ডিভাইস কানেক্টিভিটির যোগ্য করে তোলা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন