79900 টাকার iPhone 14 এখন মাত্র 34 হাজারে, ইউনিকর্ন স্টোরে অবিশ্বাস্য অফার

iPhone 14 স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর

আপনি যদি iPhone লাভার হন, তাহলে iPhone 14 সিরিজ এই মুহূর্তে আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে সিরিজের বেস মডেল iPhone 14 সর্বনিম্ন ৩৪ হাজার টাকায় কেনা যাবে। এছাড়া ছাড় পাওয়া যাচ্ছে iPhone 14 Plus ফোনের উপরও। ভাবছেন কোথায় এমন অফার দেওয়া হচ্ছে? তাহলে বলি এই দুটি স্মার্টফোন অ্যাপলের অনুমোদিত স্টোর ইউনিকর্ন (Unicorn Store) থেকে কিনতে পারবে।

iPhone 14 ও iPhone 14 Plus এর উপর অফার

আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্লাস সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছিল। আইফোন ১৪ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে ইউনিকর্ন ডিলে এটি ৬৯,৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। সাথে অনেক ব্যাংক ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এরপর আইফোন ১৪-এর দাম ৩৪ হাজার টাকায় নেমে আসবে বলে ওয়েবসাইটে দাবি করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে আইফোন ১৪ অন্যতম সেরা প্রিমিয়াম স্মার্টফোন।

কি কি ব্যাংক অফার ও এক্সচেঞ্জ অফার রয়েছে

আগেই বলেছি, আইফোন ১৪ এখন প্রায় ১০,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ইউনিকর্ন স্টোরে। এরপর ৬৯,৫০০ টাকায় এটি কেনা যাবে। এছাড়াও এইচডিএফসি ব্যাংকের কার্ডধারীদের দেওয়া হবে ৪,০০০ টাকা ছাড়। আবার ২৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। এর অর্থ আপনি পুরানো ফোন দিয়ে সর্বোচ্চ ২৫,০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়া ৬,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

iPhone 14 এর স্পেসিফিকেশন

অ্যাপল iPhone 14 স্মার্টফোনে রয়েছে ৬.১ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওএলইডি ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লে এইচডিআর সাপোর্ট করে। এই ডিসপ্লে ১২০০ নিটস পিক ব্রাইটনেস অফার করবে। এর স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেট ৬০ হাটর্জ। পারফরম্যান্সের জন্য এতে এ১৫ বায়োনিক চিপসেট ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে আইওএস ১৬ পাওয়া যাবে। আর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে ৫জি, ওয়াই-ফাই, ডুয়াল সিম, ব্লুটুথ, জিপিএস সাপোর্ট।

ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, iPhone 14 স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এছাড়া ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে।