Redmi K50 Super Cup Exclusive Edition আসছে 512GB মেমোরির সাথে, শীঘ্রই লঞ্চ হবে

চীনা স্মার্টফোন ব্র্যান্ড রেডমি শীঘ্রই বাজারে তাদের আসন্ন Redmi K50 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি সংস্থার তরফে একটি টিজার পোস্টার প্রকাশ করা হয়েছে, যার থেকে এই লাইনআপের ফোনগুলির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়। এই সিরিজের অধীনে Redmi K50, K50 Pro, K50 Pro+, and K50 Gaming Edition – এই চারটি স্মার্টফোন বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। এখন আবার দাবি করা হচ্ছে, এই আসন্ন সিরিজের অধীনে Redmi K50 Super Cup Exclusive Edition নামে আরও একটি স্মার্টফোন উন্মোচন করবে সংস্থা। এই স্পেশাল এডিশনটির সম্পর্কে কয়েকটি তথ্যও সামনে এসেছে।

আসছে Redmi K50 Super Cup Exclusive Edition

সূত্র মারফৎ জানা গেছে, রেডমি কে৫০ সিরিজে সুপার কাপ এক্সক্লুসিভ এডিশন নামে আরেকটি মডেল অন্তর্ভুক্ত থাকবে। এই আসন্ন স্মার্টফোনে ৫১২ জিবি স্টোরেজ থাকবে বলে জানা গেছে। তবে এই তথ্যটি ছাড়া এখনও অবধি রেডমি কে৫০ সুপার কাপ এক্সক্লুসিভ এডিশন সম্পর্কে বাকি সবটাই ধোঁয়াশা। অবশ্য আসন্ন সিরিজটির বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশন সম্পর্কে ইতিমধ্যেই জানতে পারা গেছে।

রেডমি কে৫০ সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50 Series Expected Specifications)

কিছুদিন আগে রেডমির তরফে একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন রেডমি কে৫০ লাইনআপের টপ-এন্ড মডেলে থাকবে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। প্রসঙ্গত, এই প্রসেসরটি এবছর লঞ্চ হওয়া বেশিরভাগ ফ্ল্যাগশিপ স্মার্টফোনেই ব্যবহার করা হচ্ছে। এছাড়াও, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই ডিভাইসে ডুয়েল ভিসি চেম্বার দেওয়া হবে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এতে থাকবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

উল্লেখ্য, পূর্বে প্রকাশিত এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই লাইনআপের টপ-এন্ড মডেলটি বাদে অন্য তিনটি মডেলে ব্যবহার করা হতে পারে তিনটি ভিন্ন প্রসেসর, এগুলি হল- কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০। আর সিরিজের সবকটি স্মার্টফোন রান করবে অ্যান্ড্যয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে।

এই প্রসঙ্গে জানাই, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই আসন্ন সিরিজে অন্তর্ভুক্ত Redmi K50 Gaming Edition মডেলে থাকতে পারে ৬.৬৭ ইঞ্চির ২কে (2K) OLED ডিসপ্লে এবং এই ফোনে দেওয়া হবে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। ক্যামেরা কনফিগারেশনের ক্ষেত্রে, এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি লেন্স থাকবে। এছাড়া, ফোনের সামনের দিকে, ১৬ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার পাওয়া যাবে। Redmi K50 Gaming Edition মডেলে জেবিএল (JBL) ডুয়েল স্পিকার, এএসি ১০১৬ (AAC 1016) আল্ট্রাওয়াইড-ব্যান্ড এক্স-অ্যাক্সিস মোটর থাকবে বলে জানা গেছে। Redmi K50 লাইনআপের প্রথম মডেল হিসেবে গেমিং সংস্করণটি শীঘ্রই লঞ্চ করতে পারে সংস্থা।