১৫ হাজার টাকার কমে সেরা Redmi ফোনের তালিকা দেখে নিন, রয়েছে দুর্দান্ত ফিচার

হাতের মুঠোয় থাকা ফোনে যদি উন্নত ফিচার আর শক্তিশালী ব্যাটারি না থাকে তাহলে সেটাকে অন্তত স্মার্ট বলা যায় না। অর্থাৎ স্মার্টফোন হওয়া উচিত এমন যাতে লেটেস্ট কানেক্টিভিটি সাপোর্ট, পাওয়ারফুল ব্যাটারি, বেশি স্টোরেজ এবং ফাস্ট প্রসেসর থাকবে। তাই আজ আমরা Redmi-র সেরা ৫টি স্মার্টফোনের কথা আপনাদের বলবো, যেখানে উল্লেখিত বৈশিষ্ট্যগুলি উপস্থিত রয়েছে। এই ফোনগুলিকে আপনারা ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কিনতে পারবেন। আবার এদের দাম থাকছে ১৫,০০০ টাকার কম‌। আসুন টপ-সেলিং এই Redmi স্মার্ট ফোনগুলির নাম ও ফিচার জেনে নিই..

১৫,০০০ টাকার কমে Redmi স্মার্টফোন

Redmi Note 10 : লেটেস্ট ফিচারের সাথে লঞ্চ হওয়া রেডমি নোট ১০ স্মার্টফোনের বিশেষত্বের কথা বললে এতে, ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। ইউজাররা এই ক্যামেরার সাহায্যে কম আলোতেও পরিষ্কার এবং স্পষ্ট ছবি তুলতে পারবেন। আর সেলফি ও ভিডিও কলের জন্য এতে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার AMOLED পাঞ্চ হোল ডিসপ্লে দেখা যাবে। এটির ওজনে ১৭৮.৮ গ্রাম ও ৮.৩ মিমি পুরু। এই ফোনের দাম শুরু হয়েছে ১২,৯৯৯ টাকা।

Redmi 9 : ‘স্মার্টফোন উইথ বেস্ট-ক্যামেরা’ তকমা প্রাপ্ত রেডমি ৯ স্মার্টফোনে, ডুয়েল-ক্যামেরা সেটআপ আছে। যাতে নানাবিধ পিকচার মোড এবং ফিল্টারের সাপোর্ট পাওয়া যাবে। এআই পোর্ট্রেট, এআই সিন রিকগনিশন, এইচডিআর, প্রো মোড সহ ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও এতে থাকছে। আবার এই ফোনে ৬.৫৩ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে দেখা যাবে, যা সেরা গুণমান যুক্ত পিকচার কোয়ালিটি অফার করবে। আবার এতে, ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ডিফল্ট রূপে পেয়ে যাবেন ইউজাররা। ডুয়েল-সিম স্লটের সাথে আসা এই রেডমি ফোনে ৫,০০০ এমএএইচ লিথিয়াম-পলিমার ব্যাটারি আছে। এই ফোনের ৬৪ জিবি স্টোরেজের দাম ৮,৯৯৯ টাকা।

Redmi 9 Prime : রেডমি ৯ প্রাইম স্মার্টফোনে আছে কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। স্প্ল্যাশপ্রুফ ডিজাইনের সাথে আসা এই হ্যান্ডসেটটি অ্যাক্সিডেন্টাল ড্রপ থেকে সুরক্ষিত। মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর দ্বারা চালিত এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ইন-ডিসপ্লে ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। আবার পিছনে থাকছে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর আর ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সমেত কোয়াড ক্যামেরা সেটআপ। এতে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ বর্তমান। রেডমি ৯ প্রাইম স্মার্টফোনটি ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্ট সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যা ১৮ ঘন্টা মিউজিক প্লেব্যাক এবং ৩১ ঘন্টা কলিং অফার করবে। এই ফোনের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে।

Redmi 9 Power : আপনার বাজেট যদি ১৫,০০০ টাকা হয় তাহলে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনটি কিনতে পারেন। এতে, কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন এবং ১,০৮০ x ২,৩৪০ পিক্সেল রেজোলিউশন সহ ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। ফোনটি, এড্রেনো ৬১০ জিপিইউ এবং লেটেস্ট অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর দ্বারা চালিত। সুপিরিয়র সাউন্ড সরবরাহের জন্য রেডমি ৯ পাওয়ারে, হাই-রেজোলিউশন অডিও সার্টিফাইড স্টেরিও স্পিকার রয়েছে। আবার, পাওয়ার ব্যাকআপের জন্য ফোনে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনের দাম ১০,৯৯৯ টাকা।

Redmi Note 9 : রেডমি নোট ৯ স্মার্টফোনটি আর্কটিক হোয়াইট এবং শ্যাডো ব্লু কালারে পাওয়া যাচ্ছে। মিডিয়াটেক হাইপার ইঞ্জিনের সাথে আসা এই হ্যান্ডসেটে ইউজাররা গেম খেলার সময় দুর্দান্ত অভিজ্ঞতার লাভ করবেন। এতে ডিফল্ট রূপে ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ আছে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটিকে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া এতে, ৬.৫৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৩৪০ পিক্সেল) পাঞ্চ হোল ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ, ডুয়েল সিম স্লট এবং ৫,০২০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। এই ফোনের দাম ১১,৪৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন