TVS Export: চলতি অর্থবর্ষে আশিটি দেশে 10 লক্ষ বাইক-স্কুটার রপ্তানি করে নজির টিভিএস-এর

টু-হুইলার রপ্তানিতে রেকর্ড গড়ল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। চলতি অর্থবর্ষ শেষ হতে এখনও একমাসের একটু বেশি সময় বাকি। এ পর্যন্ত মোট ১০ লক্ষ দু’চাকার গাড়ি বিদেশের বাজারে রপ্তানি করেছে বলে জানিয়েছে তারা৷ সংস্থার তাদের দাবি, এ যাবৎকালে এটাই তাদের সর্বোচ্চ রপ্তানির পরিমান। সংস্থার রপ্তানিকৃত মডেলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে TVS Apache series, TVS HLX series, TVS Raider এবং TVS Neo series ৷

আন্তর্জাতিক বাজারে টু-হুইলারের বিক্রি তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পাওয়ার জন্যই সংস্থার রপ্তানিতে এই মাইলফলক স্পর্শ করা গিয়েছে বলে মনে করছে টিভিএস৷ বর্তমানে আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ এবং মধ্য ও ল্যাটিন আমেরিকার আশিটি দেশে ব্যাবসা পরিচালনা করে তারা পাশাপাশি ইউরোপ এবং উত্তর আমেরিকার বাজারকে পাখির চোখ করছে টিভিএস৷

এই প্রসঙ্গে সংস্থার ডিরেক্টর এবং সিইও কে এন রাধাকৃষ্ণাণ (K N Radhakrishnan) বলেছেন, “আমাদের মূল লক্ষ্য ব্যবসার জোরদার সম্প্রসারণ, যাতে আমাদের প্রোডাক্টগুলি গ্রাহকদের চাহিদা দ্রুত পূরণ করতে পারে।” অন্যদিকে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সুদর্শন ভেনু (Sudarshan Venu) বলেছেন, “আমরা নতুন ভৌগলিক ক্ষেত্রে ইতিবাচক গতিশীলতা আনতে পেরে উচ্ছ্বসিত। আমাদের প্রোডাক্টগুলি যেমন আকর্ষণীয়, তেমনই অত্যাধুনিক প্রযুক্তির সুবিধা যুক্ত।”

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিকে Fiero 125 নাম ট্রেডমার্কের জন্য রেজিস্ট্রেশন করেছে সংস্থাটি। যার বৈধতা রয়েছে ২০৩০-এর ২ নভেম্বর পর্যন্ত। যা একসময়কার বাইক প্রেমীদের দিল জিতে নেওয়া TVS Fiero 125-এর নতুন অবতারে লঞ্চ হওয়ার বিষয়টি উস্কে দিয়েছে। যদিও এখনো পর্যন্ত এর বিস্তারিত বিবরণ জানা যায়নি, তবে মনে করা হচ্ছে ভারতের বাজারে TVS Raider 125-এর ইঞ্জিন-সহ বাজারে আসবে নতুন ফিয়েরো৷