গ্রামাঞ্চলে ব্রডব‌্যান্ড পরিষেবা পৌঁছে দিতে আরও ৪৯ টি স্যাটেলাইট পাঠালো‌ ইলন মাস্কের সংস্থা Starlink

সম্প্রতি সহযোগী প্রতিষ্ঠান SpaceX -এর তত্ত্বাবধানে মহাকাশে পৌঁছে গিয়েছে আরো ৪৯টি Starlink স্যাটেলাইট। এর ফলে অন্তরীক্ষে Starlink উপগ্রহের বর্তমান সংখ্যা ২,০০০ অতিক্রম করলো। উল্লেখ্য, স্পেসএক্সের Falcon 9 রকেটে চড়ে সম্প্রতি উপগ্রহগুলি মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত কেনেডি স্পেস সেন্টারকে উৎক্ষেপণস্থল হিসেবে বেছে নেওয়া হয়েছিল। এখান থেকেই রকেট ফ্যালকন ৯ তার যাত্রা শুরু করে। এরপর ঠিক ৯ মিনিটের ব্যবধানে রকেটের প্রাথমিক ভাগ ফ্লোরিডা উপকূল নিকটস্থ আটলান্টিক মহাসমুদ্রে স্পেসএক্সের ড্রোন জাহাজে ফিরে আসে। SpaceX -এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার (একইসাথে Starlink মালিক) ইলন মাস্ক খোদ এই উৎক্ষেপণের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

স্টারলিঙ্ক সম্পর্কে যারা এখনো অনবগত তাদের জন্য জানিয়ে রাখি যে, ইলন মাস্কের মস্তিষ্কপ্রসূত এই প্রোজেক্ট ভবিষ্যতে বিশ্বের প্রান্তিক এলাকাগুলিতেও নিম্ন ল্যাটেন্সির ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করতে চলেছে। এর দ্বারা উপকৃত হবেন অগণিত মানুষ। ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য দেশে এই পরিষেবা ছড়িয়ে পড়া এখন আর কিছু সময়ের অপেক্ষা। এজন্য ধনকুবের মাস্কের মালিকানাধীন সংস্থাটি আপাতত বিভিন্ন দেশের অনুমতি আদায়ে ব্যস্ত রয়েছে।

উল্লেখ্য, মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) পরিকল্পনায় সামিল হয়ে মাস্ক আগামীদিনে চন্দ্রাভিযানের উদ্যোগ নিচ্ছেন বলে জল্পনা ছড়িয়েছে। প্রখ্যাত ধনকুবেরের টুইট থেকেই এই জল্পনার সূত্রপাত, যেখানে তিনি বিরাটাকৃতি চাঁদের সামনে ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের একটি অসাধারণ ছবি জুড়ে দিয়েছেন। একইসাথে টুইটের রিপ্লাই দিতে গিয়ে মাস্ক লিখছেন – ‘Back to the Moon soon’ যা জল্পনার মাত্রা বাড়াতে সাহায্য করেছে।

এদিকে, এর মধ্যেই SpaceX ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণ সংক্রান্ত কিছু দুর্দান্ত ভিডিও প্রকাশ্যে এসেছে। এগুলি দেখার জন্য আগ্রহীদের স্পেসএক্সের অফিসিয়াল টুইটার পেজে পৌঁছে যেতে হবে। সেক্ষেত্রে বিভিন্ন টুকরো মুহূর্তের পাশাপাশি উৎক্ষেপণের সম্পূর্ণ ভিডিওটি প্রত্যক্ষ করার সুযোগ মিলবে।