একবছর সীমাহীন ডেটার সাথে আনলিমিটেড কল, Reliance Jio-র ২৩৯৭ টাকার প্ল্যান কতটা লাভজনক

প্রিপেড গ্রাহকদের জন্য Reliance Jio নিয়ে এলো নতুন বাৎসরিক রিচার্জ প্ল্যান। ২,৩৯৭ টাকা এই প্ল্যান গ্রাহককে সম্বৎসরব্যাপী অফুরন্ত ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা দেবে। তাছাড়া ভয়েস কলিং এবং দৈনন্দিন এসএমএস প্রেরণের সুবিধা তো রয়েইছে। চলতি সপ্তাহেই জিও’র পক্ষ থেকে উক্ত রিচার্জ বিকল্পটির কথা প্রকাশ্যে আনা হয়। একইসাথে তারা আরো চারটি নতুন রিচার্জ বিকল্প লঞ্চ করে। তাছাড়া সারাবছর জুড়ে ব্যবহারের জন্য তাদের আরো কয়েকটি রিচার্জ বিকল্প আছে। আজকের এই প্রতিবেদনে আমরা রিলায়েন্স জিও’র(Reliance Jio) চলতি বাৎসরিক রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করবো এবং তুলনামূলকভাবে কোন বিকল্পটি বেছে নেওয়া গ্রাহকদের পক্ষে অধিক লাভজনক হবে, সেটি বিচারের চেষ্টা করবো।

Reliance Jio-র ২,৩৯৭ টাকা মূল্যের প্রিপেড প্ল্যান

রিলায়েন্স জিও -র ২,৩৯৭ টাকা রিচার্জ বিকল্পটি ৩৬৫ দিন অর্থাৎ পুরো এক বছরের মেয়াদকাল সহ এসেছে। এই প্ল্যান গ্রাহককে ৩৬৫ জিবি ডেটা, অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক ১০০ এসএমএস প্রেরণের সাথে অবাধ ডেটা ব্যবহারের স্বাধীনতা দেয়। এক্ষেত্রে কোনো ফেয়ার ইউজেস পলিসি নেই, যার অর্থ হলো গ্রাহক সারাদিনে নিজের ইচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী সীমাহীন ভাবে ইন্টারনেট ডেটা ব্যবহার করতে পারবেন!

তবে সত্যিই কি জিও গ্রাহকদের জন্য অসীম ডেটার ভান্ডার খুলে দিলো? যদি তাই হয়, তবে ২,৩৯৭ টাকার সঙ্গে অতিরিক্ত ২ টাকা যোগ করে আলাদা রিচার্জ প্ল্যান লঞ্চের কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু বাস্তবে ২,৩৯৯ টাকা মূল্যে জিও’র আরেকটি বাৎসরিক রিচার্জ বিকল্প রয়েছে যা পূর্বোক্ত প্ল্যানের তুলনায় অনেক বেশি লাভজনক বলে আমাদের ধারণা।

Reliance Jio-র ২,৩৯৯ টাকা মূল্যের রিচার্জ প্ল্যান

এই বিকল্পটি রিচার্জ করলে প্রিপেড গ্রাহকেরা দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস প্রেরণ সহ অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। প্ল্যানের মেয়াদকাল সম্পূর্ণ এক বছর। এখন প্রশ্ন ২,৩৯৭ টাকার রিচার্জ বিকল্পের সাথে এই প্ল্যানের ফারাকটা ঠিক কোথায়। এক্ষেত্রে বলা ভালো যে অফুরন্ত ডেটার কথা বললেও ২,৩৯৭ টাকার রিচার্জ বিকল্পটি গ্রাহককে সারাবছরের জন্য মোট ৩৬৫ জিবি ইন্টারনেট ডেটা প্রদান করে। এফইউপি সীমা না থাকায় প্রয়োজন পড়লে গ্রাহকেরা এক সপ্তাহ কিংবা এক মাসের মধ্যেও ৩৬৫ জিবি ডেটা ব্যবহার করে ফেলতে পারেন। অন্যদিকে প্রতিদিন ২ জিবি ডেটা অফার করায় ২,৩৯৯ টাকার বিকল্পটি আক্ষরিক অর্থেই ‘ডাবল ডেটা বেনিফিটে’র সঙ্গে এসেছে। এই অর্থেই আমাদের বক্তব্য যে মাত্র ২ টাকা বেশী দিয়ে ২,৩৯৯ টাকার বিকল্পটি রিচার্জ করা গ্রাহকদের পক্ষে অধিক উপযুক্ত। সেক্ষেত্রে দিনে ২ জিবির অতিরিক্ত ডেটা প্রয়োজন হলে, তারা জিও’র বিভিন্ন ডেটা ভাউচারগুলি রিচার্জ করতে পারবেন।

Reliance Jio-র ২,৫৯৯ টাকার বাৎসরিক রিচার্জ প্ল্যান

উপরের বিকল্প দুটি ছাড়াও রিলায়েন্স জিও’র ঝুলিতে রয়েছে আরো একটি বাৎসরিক রিচার্জ প্ল্যান। ২,৫৯৯ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানটি গ্রাহককে দৈনিক ২ জিবি ডেটা, ১০০ এসএমএস প্রেরণ, অফুরন্ত ভয়েস কলিং এবং একবছরের Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন প্রদান করে।

এখন আলোচনার সূত্রে রিলায়েন্স জিও ছাড়াও দেশের প্রথম সারির অপর টেলিকম অপারেটরদ্বয়ের বাৎসরিক রিচার্জ বিকল্পের কথা জেনে নেওয়া যেতে পারে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, প্রিপেড গ্রাহকদের জন্য Airtel -এর ২,৪৯৮ ও ২,৬৯৮ টাকা মূল্যের দুটি রিচার্জ বিকল্প রয়েছে। দুটি প্ল্যানই গ্রাহকদের দিনে ২ জিবি ডেটা, ১০০ এসএমএস প্রেরণ এবং অফুরন্ত ভয়েস কলিংয়ের সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে ২,৬৯৮ টাকার প্ল্যানটি অতিরিক্ত হিসেবে Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন প্রদান করে।

আবার ভোডাফোন-আইডিয়া লিমিটেড, সংক্ষেপে যাকে আমরা Vi বলে ডাকতেই অভ্যস্ত, তাদের বাৎসরিক রিচার্জ বিকল্পের মধ্যে ২,৩৯৯ ও ২,৫৯৫ টাকার প্ল্যানদুটি বেশ লাভজনক। দুটি বিকল্পই বছর জুড়ে অফুরন্ত ভয়েস কলিং, ১০০টি এসএমএস পাঠানোর সুবিধার সঙ্গে যথাক্রমে দৈনিক ১.৫ জিবি ও ২ জিবি ডেটা ব্যবহারের স্বাধীনতা প্রদান করে। অতিরিক্ত হিসেবে ২,৫৯৫ টাকার প্ল্যান রিচার্জকারীরা এক বছরের Zee5 প্রিমিয়াম সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন