হ্যাং করার কোনো সুযোগ নেই, Vivo Pad 3 আসছে ফ্ল্যাগশিপ Dimensity 9300 প্রসেসরের সঙ্গে

সদ্য লঞ্চ হওয়া Vivo X100 ও Vivo X100 Pro ফোনেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর রয়েছে

Vivo শীঘ্রই একাধিক ডিভাইস বাজারে আনতে চলেছে। এরমধ্যে ফোল্ডেবল ফোন, ফ্ল্যাগশিপ ডিভাইস ও অন্যান্য প্রোডাক্ট অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে একটি ডিভাইস হবে Vivo Pad 3 ট্যাবলেট। আজ জনপ্রিয় এক টিপস্টারের দৌলতে এই ট্যাবের প্রসেসর সম্পর্কে জানা গেছে।

Vivo Pad 3 ট্যাবলেটে থাকবে Dimensity 9300 প্রসেসর

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি উইবো পোস্টে জানিয়েছেন যে, আসন্ন ভিভো প্যাড ৩ ট্যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর ব্যবহার করা হবে। ফলে বলা যায় যে এটি ফ্ল্যাগশিপ গ্রেটের ট্যাব হবে। উল্লেখ্য, পূর্বসূরি ভিভো প্যাড ২ ট্যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, সদ্য লঞ্চ হওয়া Vivo X100 ও Vivo X100 Pro ফোনেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর রয়েছে। এই ডিভাইস দুটি প্রিমিয়াম রেঞ্জে এসেছে। যাইহোক, প্রসেসর ছাড়া Vivo Pad 3 সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি।

এদিকে, Vivo আগামী বছরে X100 Ultra মডেলটি লঞ্চ করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। এর পাশাপাশি Vivo X Fold 3, Vivo X Flip 2 এর মতো ডিভাইসগুলিও আগামী বছরে বাজারে পা রাখবে।