Realme GT Master Edition ডিজাইন ও ফিচারের অপূর্ব মেলবন্ধনে ভারতে লঞ্চ হল, জেনে নিন দাম

স্মার্টফোনের পিছনে সেই এক কমন ডিজাইন দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন? ব্যাক প্যানেলের নকশাতে যদি ভিন্ন স্বাদের কিছু থাকতো – এই ভেবে কি ইন্টারনেটে অনবরত সার্চ করে চলেছেন? তাহলে আজ আপনার মুক্তি। কারণ এখন ঠিক আপনার মনের মতো একটি স্মার্টফোন ভারতের বাজারে এনেছে রিয়েলমি। Realme GT Master Edition নামের এই 5G হ্যান্ডসেটটি রিয়েলমি আজ Realme GT ফ্ল্যাগশিপ ফোনের সাথে লঞ্চ করেছে। জাপানের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার নাওতো ফুকাসাওয়া’র সাথে হাত মিলিয়ে ফ্ল্যাগশিপ গ্রেডের Realme GT Master Edition স্মার্টফোনে কারুকার্য করেছে রিয়েলমি। সুটকেসের horizontal grid-এর অনুকরণে এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেল ডিজাইন করা হয়েছে। এক কথায় বললে, ডিজাইন ও ফিচারের এক অপূর্ব মেলবন্ধনে পাওয়া যাবে Realme GT Master Edition-এ।

Realme GT Master Edition স্পেসিফিকেশন ও ফিচার

রিয়েলমি জিটি মাস্টার এডিশন স্মার্টফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পেলিং রেট ৩৬০ হার্টজ। দুরন্ত মাল্টি-টাস্কিংয়ের জন্য জন্য এই ফোনে কোয়ালকম স্ন‌্যাপড্রাগন ৭৭৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অপশনে পাওয়া যাবে। আবার ডাইনামিক র‌্যাম এক্সপ্যানসান প্রযুক্তির সাহায্যে ৫ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্চুয়াল র‌্যাম হিসেবে ব্যবহার করা যাবে।

Realme GT Master Edition ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ এসেছে। এর প্রাইমারি ক্যামেরা এফ/১.৮ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল। এছাড়া বাকি দুটি ক্যামেরা হল এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। Realme GT Master Edition ফোনে এফ/২.৫ অ্যাপারচার সহ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা উপস্থিত।

রিয়েলমি জিটি মাস্টার এডিশন ৪,৩০০ এমএএইচ ব্যাটারির সহযোগে এসেছে। যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। মিলবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস-এ চলবে।

Realme GT Master Edition দাম ও লভ্যতা

তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে পা রেখেছে রিয়েলমি জিটি মাস্টার এডিশন। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৭,৯৯৯ টাকা ও ২৯,৯৯৯ টাকা।

উল্লেখ্য, এই ফোনের অন্যতম আকর্ষণ স্যুটকেসের সারফেসের মতো ডিজাইন। তবে, শুধুমাত্র ভয়েজার গ্রে কালার অপশনে এরকম ডিজাইন রাখা হয়েছে। বাকি দুই কালার অপশন – কসমস ব্লু ও লুনা হোয়াইটে এরকম ডিজাইনের দেখা মিলবে না।

ভারতে ২৬ অগাস্ট থেকে Realme GT Master Edition-এর সেল শুরু হবে। ফোনটি ফ্লিপকার্ট, রিয়েলমির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন