Pan Aadhaar Link: প্যান নম্বরের সাথে আধার লিঙ্ক রয়েছে কিনা কীভাবে জানবেন, দেখে নিন সহজ উপায়

Pan নম্বরের সাথে Aadhaar Link আছে কিনা চেক করবেন কীভাবে

প্যান কার্ড এবং আধার কার্ড (Pan Card and Aadhaar Card) এমন দুটি ডকুমেন্ট, যা প্রত্যেক ভারতীয়র কাছে গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা (Pan-Aadhaar Link) বাধ্যতামূলক করেছে সরকার। ২০২৩ সালের ৩১ মার্চের আগে যদি আপনি আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করেন, তাহলে আপনার প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে। এর অর্থ আপনি আয়কর রিটার্ন দাখিলের পাশাপাশি ব্যাংক থেকে অর্থ লেনদেন করতে পারবেন না।

Pan-Aadhaar Link না করলে দিতে হবে ১,০০০ টাকা ফাইন

সরকারের তরফে জানানো হয়েছে যে, ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে। নইলে কর দাতাদের ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। এই পরিস্থিতিতে, সমস্ত ভারতীয় নাগরিকদের ৩১ মার্চ ২০২৩ এর আগে আধার ও প্যান লিঙ্ক করা উচিত। তবে এখানে প্রশ্ন আসা স্বাভাবিক যে, কীভাবে জানবেন যে আপনার প্যান নম্বরের সথে আধারের নম্বর লিঙ্ক করা হয়েছে কিনা। আপনার মনেও যদি এই প্রশ্ন আসে তাহলে বলি এর প্রক্রিয়াটি খুব সহজ, আপনি ঘরে বসেই জানতে পারেন যে আপনার প্যান ও আধার লিঙ্ক হয়েছে।

Pan নম্বরের সাথে Aadhaar Link আছে কিনা এভাবে চেক করুন

• আধার ও প্যান লিঙ্ক করতে হলে আয়কর দফতরের ওয়েবসাইটে যেতে হবে।

• এর পরে আপনাকে ‘Link Aadhaar Status’ এ ক্লিক করতে হবে।

• তারপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে।
এখানে আপনাকে ‘View Link Aadhaar Status’ লিঙ্কে ক্লিক করতে হবে।

• এবার আপনার সামনে একটি মেসেজ আসবে। যেখানে আপনাকে জানাবে যে আপনার আধার এবং প্যান লিঙ্ক করা আছে কিনা।