Oppo আনলো One Touch Phone Case, ফোনের কভার দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে বাড়ির স্মার্ট ডিভাইস

স্মার্টফোন হাত থেকে পড়ে গেলে যাতে অক্ষত থাকে কিংবা ধুলোবালি বা নোংরা যাতে কম লাগে, মূলত এই বিষয়গুলির জন্য আমরা স্মার্টফোন কভার ব্যবহার করে থাকি৷ ব্যবহারিক সুবিধা ছাড়াও এখন আবার নজর কাড়তে স্মার্টফোন কেসে রঙচঙে গ্রাফিক্স যুক্ত হচ্ছে৷ প্রিয় সুপারহিরো থিমের বা বিভিন্ন ডিজাইনের স্মার্টফোন কেস বিকোচ্ছেও দেদার৷ তবে এতো গেল নান্দনিক দিক! আচ্ছা যদি স্মার্টফোনের কভার দিয়ে বাড়ির বিভিন্ন স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা যেত তাহলে কেমন হতো? জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Oppo-র দৌলতে সেই কল্পনা এখন বাস্তবের রূপ পেল৷ Oppo আজ UWB বা আল্ট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি যুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন অ্যাক্সেসরি – Oppo One-Touch Phone Case সেট লঞ্চ করেছে৷ এর ডিজাইন, এটি কীভাবে কাজ করবে, সে সম্পর্কে এবার জেনে নেওয়া যাক৷

অপ্পো ওয়ান টাচ ফোন কেস গ্যালাক্সি গ্রে কালার স্কিমে এসেছে৷ এর পেইন্ট এমনভাবে ফিনিশ করা হয়েছে যাতে হাত দিলেই মসৃণ অনুভূতি পাওয়া যায়৷ আল্ট্রা-ওয়াইড ব্যান্ড দিয়ে সজ্জ্বিত এটি ফাংশনাল মডুলারিটির মাধ্যমে স্থানিক উপলব্ধি বাড়ায়৷ ওয়ান-কী আইডেন্টিটি স্টিকারের সাহায্যে, এটি ওয়ান-কী কানেকশন এবং স্মার্ট হোম ডিভাইসের রিয়েল-টাইম কন্ট্রোল করতে পারে৷

ওয়ান-কী আইডেন্টিটি স্টিকারটি টু-কালার এবং টু-মেটেরিয়াল ওয়াটার রিপল ডিজাইন সহ এসেছে৷ স্টিকারে লুকানো ইন্ডিকেটর লাইট স্যুইচ স্ট্যাটাস প্রম্পট হিসেবে কাজ করে৷ চার্জিং সুবিধাজনক করার জন্য এতে ইউএসবি টাইপ-সি ইন্টারফেসও রয়েছে৷ এছাড়াও, স্টিকারে ম্যাগনেটিক ডিজাইন থাকার ফলে যে কোনো স্মার্ট হোম ডিভাইসের ওপর এটি সহজেই বসে যাবে৷

প্রোডাক্টটিতে তিনটি মোড সাপোর্ট করবে – স্যুইচ, কন্ট্রোল কার্ড, এবং স্টার্টআপ৷ কোনো স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহারকারীর স্মার্টফোনটিকে সেটির দিকে তাক করে রাখতে হবে৷ তারপর ট্রিগার অ্যাকশন সম্পূর্ণ করার জন্য স্মার্টফোনের কেসে ডাবল ট্যাপ করতে হবে৷

এবার প্রশ্ন হচ্ছে, এর তিনটি মোডের কার্যকারিতা কীরকম? তাহলে শুনুন, স্যুইচ মোড নির্দিষ্ট ডিভাইসকে অন বা অফ করতে পারে, কন্ট্রোল কার্ড আরও ফাংশন নির্বাচন করার জন্য ডিভাইসটির কন্ট্রোল পেজ উপস্থাপিত করবে৷ সব শেষে, স্টার্টআপ বা সিন মোড একটি প্রিসেট প্রোফাইল এক্সিকিউট করে৷ এর ব্যবহার খুবই চিত্তাকর্ষক৷ কারণ বাড়ির বাইরে যাওয়ার সময় এই মোড প্রয়োগ করে বাড়ির সমস্ত ডিভাইস অফ করে রাখা যাবে৷