Tata Sky এর নতুন কানেকশনে সেট টপ বক্সের ওপর পাবেন ৪০০ টাকা পর্যন্ত ছাড়

বর্তমানে টিভি দেখার খরচ যেমন অনেকটাই বেড়েছে, তেমনি রমরমা বেড়েছে OTT (ওভার দ্য টপ) বা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির। ফলে ইন্টারনেট এবং স্মার্টফোনকে দোসর করে অনেকেই বিনোদনের জন্য পছন্দের তালিকায় টিভিকে বিকল্প হিসেবে রাখছেন না। আর তাই, ইউজারবেস ধরে রাখতে একের পর এক নতুন অফার নিয়ে হাজির হচ্ছে ডাইরেক্ট টু হোম (DTH) অপারেটর সংস্থাগুলি। সম্প্রতি, গ্রাহকদের আকর্ষিত করতে এমনই কিছু নতুন অফার ঘোষণা করেছে জনপ্রিয় DTH সার্ভিস অপারেটর Tata Sky। এই মুহূর্তে যারা নতুন ডিটিএইচ কানেকশন নেওয়ার কথা ভাবছেন, তারা Tata Sky-এর কানেকশন নিলে সংস্থার সেট-টপ বক্সগুলির ওপর ৪০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আসুন এই অফার সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

প্রথমেই বলে রাখি, এই বিশেষ ছাড়ের অফারটি কেবল সংস্থার HD, Binge+ এবং HD+ সেট-টপ বক্সগুলির জন্য উপলব্ধ। এই অফারের আওতায়, HD+ সেট টপ বক্সে ৪০০ টাকার ছাড়, অ্যান্ড্রয়েড টিভি ভিত্তিক Binge+ সেট টপ বক্সে ২০০ টাকা এবং HD সেট টপ বক্সে ১৫০ টাকা ছাড় পাওয়া যাবে। তবে, SD (স্ট্যান্ডার্ড ডেফিনিশন) সেট টপ বক্সের ওপর কোনো ছাড় পাওয়া যাবেনা।

এমনিতে টাটা স্কাই HD সেট-টপ বক্সটির দাম ১,৪৯৯ টাকা। তবে অফারে এটি ১,৩৪৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে ২,৯৯৯ টাকা মূল্যের Binge+ সেট-টপ বক্সটি পাওয়া যাবে ২,৭৯৯ টাকায়। আবার HD+ সেট-টপ বক্সটি ৪,৯৯৯ টাকার পরিবর্তে ৪,৫৯৯ টাকায় কেনা যাবে।

আগ্রহী গ্রাহকদের নতুন টাটা স্কাই সংযোগ কেনার জন্য সংস্থার ওয়েবসাইটে যেতে হবে এবং প্রোডাক্টগুলিতে নির্দিষ্ট ছাড়ের সুবিধা নিতে HD, Binge+, HD+ সেট টপ বক্সগুলির চেকআউট পেজে ‘TSKY150’, ‘TSKY200’ এবং ‘TSKY400’ কোড ব্যবহার করতে হবে। জানিয়ে রাখি, যে সমস্ত ক্রেতা অনলাইনে প্রিপেইড পেমেন্ট করবেন শুধুমাত্র তারাই এই বিশেষ ছাড়টি পাবেন।

প্রসঙ্গত, Tata Sky Binge+ লঞ্চ হয়েছিল ৫,৯৯৯ টাকায়, পরে দাম কমিয়ে এটিকে ৩,৯৯৯ টাকায় বিক্রি করা হয়। তবে সম্প্রতি সংস্থাটি এটির আরো হাজার টাকা দাম কমিয়েছে, যার ফলে এখন Binge+ সেট টপ বক্সের সাধারণ দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এই ডিভাইসে ২ জিবি র‌্যাম এবং ৮ জিবি মেমরি স্টোরেজ রয়েছে। এটি সাধারণ সেট টপ বক্সের মতো সমস্ত লাইভ চ্যানেল সরবরাহ করে, আবার একই সাথে অ্যান্ড্রয়েড টিভির কিছু পরিষেবাও সরবরাহ করে। ফলে ইউজাররা এটির মাধ্যমে Disney+Hotstar, Zee5, Amazon Prime Video ইত্যাদি ওটিটি পরিষেবাগুলি উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, দিন কয়েক আগে টাটা স্কাই, ওটিটি প্ল্যাটফর্ম SonyLIV-এর সাথে হাত মিলিয়েছে। এই অংশীদারিত্বের কারণে, এখন Bing+ এসটিবি-তে ১,০০০ ঘন্টারও বেশি সময় ধরে সোনি এন্টারটেনমেন্টের সমস্ত টিভি শো, সিনেমা এবং সোনিলিভের শো-গুলি বিনা বাধায় দেখা যাবে।